কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এবারের আসরেও যে তারা দুর্দান্ত কিছুই করবে তাঁর আভাস মিলেছিল গ্রুপ পর্বেই। দাপটের সঙ্গে তিন ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে ওঠে আলবিসেলেস্তেরা যেখানে সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ছিল ইকুয়েডর। শেষ চারে যাওয়ার লড়াইয়েও আজ লিওনেল মেসিরা দুর্দান্ত এক জয় পেয়েছে ঠিকই, কিন্তু বিশ্ব চ্যাম্পিয়নদের খেলা দেখে একদমই মন ভরেনি কোচ লিওনেল স্কালোনির।
ইকুয়েডরের বিপক্ষে ম্যাচটিতে আজ শুরুতে এগিয়ে গিয়েছিল আর্জেন্টনাই। ম্যাচের ৩৫ মিনিটে দুর্দান্ত এক হেডে দলকে এগিয়ে দিয়েছিলেন লিসান্দ্রো মার্টিনেজ। তবে প্রথমার্ধে পাওয়া লিড দ্বিতীয়ার্ধে আর বাড়িয়ে নিতে পারেননি স্কালোনির শিষ্যরা। মেসিরা দ্বিতীয়ার্ধেও আর গোলের দেখা পাননি।
বিজ্ঞাপন
এদিকে আর কোনো গোলের দেখা না পেলেও জয়ের আশাই দেখছিল বিশ্ব চ্যাম্পিয়নরা। কিন্তু পরে সে আশা ভঙ্গ হয়, যোগ করা সময়ের প্রথম মিনিটে ইকুয়েডরকে সমতায় ফেরান কেভিন রড্রিগেজ। ফলে ম্যাচ গাড়্য টাইব্রেকারে যেখানে প্রথম শট নিতে গিয়ে মিস করেছেন মেসি। এরপরে অবশ্য এমিলিয়ানো মার্টিনেজের বীরত্বে জিতে গেছে আর্জেন্টিনা। বাজপাখিখ্যাত এই গোলরক্ষক দুইটি শট ঠেকিয়ে দিয়ে নিশ্চিত করেন দলের সেমিফাইনালে খেলা।
তবে দল সেমিফাইনালে ওঠলেও মেসিদের খেলা দেখে খুশি নন কোচ স্কালোনি। ম্যাচ শেষে অসন্তুষ্টির কথা গোপনও করেননি তিনি। স্কালোনি বলেন, আমি এবার মোটেই খুশি নই। হ্যা, আমরা ম্যাচটি জিতেছি, এ জন্য আমি খুশি অবশ্যই কিন্তু আমার খেলা দেখে একদমই ভালো লাগেনি।
বিজ্ঞাপন
মার্টিনেজের বীরত্ব নিয়ে স্কালোনি বলেন, ‘পেনাল্টি শ্যুটআউটে দলের সবাই অন্ধভাবে গোলরক্ষকের ওপর বিশ্বাস করেছিল আর এটাই স্বাভাবিক। যদিও লিও (মেসি) মিস করেছিল, তারপরেও পুরো দল জানতো, ভাল কিছু হতে যাচ্ছে।’