ক্যারিয়ারের শেষ বেলায় এসে যেন মুদ্রার উল্টোপিঠ দেখছেন সাকিব আল হাসান। এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশ জাতীয় দলে ধারাবাহিকভাবে পারফর্ম করে আসা বিশ্বসেরা এই অলরাউন্ডার মোটেই চেনা ছন্দে নেই। গত বছর ওয়ানডে বিশ্বকাপটা ভালো যায়নি। এরপর চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপেও ব্যাটে-বলে ম্লান তিনি। ফলে তাকে নিয়ে হচ্ছে সমালোচনা, দলে না রাখার কথাও তুলেছেন অনেকেই। তবে এই সময়ে নিজের এক সময়ের কাছের বন্ধু এবং জাতীয় দলের সতীর্থ তামিম ইকবালকে পাশেই পাচ্ছেন সাকিব।
বিশ্বকাপ উপলক্ষে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোতে নিয়মিতই অতিথি হিসেবে থাকছেন তামিম। জাতীয় দলের সাবেক এই অধিনায়ককে প্রশ্ন করা হয়েছিল সাকিবের অফ ফর্মের সময়ে তাঁর উপদেশ কি থাকবে।
বিজ্ঞাপন
আরও পড়ুন- ‘সাকিবের পারফর্ম্যান্স নিয়ে দলের কেউই চিন্তিত না’
আরও পড়ুন- কখনো আশা করি না যে ৭ জন ব্যাটারই ভালো খেলবে- শান্ত
এমন প্রশ্নের জবাবে তামিম জানিয়েছেন, উপদেশ দিতে চান না তিনি। তামিম বলেন, ‘আসলে আমার পরামর্শের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হল যে, সে নিজের ক্যারিয়ারে এমন সময় আগেও অনেক দেখেছে। তার অনেক অভিজ্ঞতা আছে এবং আমি নিশ্চিত সে ভালো করবে।’
সে বাংলাদেশের অনেক বড় একজন ক্রিকেটার জানিয়ে তামিম বলেন, ‘সে বাংলাদেশের অনেক বড় একজন ক্রিকেটার, সে অনেক ভালো কিছু করেছে। ব্যক্তিগত অনেক অর্জন আছে তার। গত এক বছরে সে হয়ত অত বেশি রান করেনি। তবে আমার পূর্ণ বিশ্বাস আছে সে এখান থেকে বেরিয়ে আসার পথ বের করে ব্যাট এবং বল হাতে দলের জন্য অবদান রাখতে পারবে।’
বিজ্ঞাপন

