টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ইতিহাসের সঙ্গেই জড়িয়ে আছেন সাকিব আল হাসান। ১০০৭ সালে অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধনী আসর থেকে শুরু করে ২০২৪ পর্যন্ত সবগুলো আসরেই খেলেছেন টাইগার অলরাউন্ডার। সংক্ষিপ্ত ফরম্যাটের এই টুর্নামেন্টে সবথেকে বেশি উইকেটের মালিকও তিনি। তবে বিশ্বসেরা অলরাউন্ডার এবারের আসরে ব্যাটে-বলে জ্বলে ওঠতে পারছেন না।
বিশ্বকাপে শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে আশানরূপ পারফর্ম করতে পারেননি সাকিব। লঙ্কানদের বিপক্ষে ম্যাচে ৩ ওভার বল করে ৩০ রান দিয়ে কোনো উইকেট পাননি সাকিব। সে ম্যাচে ব্যাট হাতেও ১৪ বল খেলে করেছিলেন ৮ রান।
বিজ্ঞাপন
এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচেও তিনি ছিলেন নিজের ছায়া হয়েই। ১ ওভার বল করে দিয়েছিলেন ৬ রান, উইকেটশূন্য থাকা সাকিব পরে ব্যাটিংয়ে নেমে ৪ বলে ৩ রান করেই আউট হয়েছিলেন। বিশ্বকাপে এমন বাজে পারফর্ম্যান্সের প্রভাবই পড়েছে তাঁর র্যাঙ্কিংয়েও। বিশ্বকাপের মূল মঞ্চে বাজে পারফর্ম্যান্সের কারণে এক ধাক্কায় পাঁচ ধাপ নেমে গেছেন টাইগার অলরাউন্ডার। শীর্ষ স্থান হারিয়ে তিনি এখন আছেন পাঁচে।
এদিকে বিশ্বকাপে সাকিবের এমন বাজে পারফর্ম্যান্সের কারণে তাকে নিয়ে চিন্তায় সমর্থকরা। তবে টাইগারদের অধিনায়ক নাজমুল শান্ত জানিয়েছেন, বিশ্বসেরা অলরাউন্ডারের পারফর্ম্যান্স নিয়ে দলের কেউই চিন্তিত নয়।
নেদারল্যান্ডসের বিপক্ষে আজ বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এর আগে সংবাদ সম্মেলনে সাকিবকে নিয়ে প্রশ্নে শান্ত বলেন, ‘সাকিব ভাইয়ের পারফরম্যান্স নিয়ে আমাদের দলের কেউই চিন্তিত না। আমরা এটা নিয়ে কথা বলতেই চাই না। আমরা জানি তিনি বছরের পর বছর কতো ভালো পারফরম্যান্স করেছেন। মানুষের থেকে তিনি নিজে যেটা আশা করছেন সেটা গুরুত্বপূর্ণ। তিনি কঠোর পরিশ্রম করছেন। আমি বলবো না তিনি কামব্যাক করবেন। তিনি ভালো অবস্থানেই আছেন। আশা করবো কালকে আরও ভালো পারফরম্যান্স করতে পারবেন।’
চোখের সমস্যার কারণেই সাকিবের এমন পারফর্ম্যান্স কি না এমন প্রশ্নের জবাবে শান্ত বলেন, ‘না, চোখের সমস্যা আমার কাছে মনে হয় না। সব ঠিকঠাকই আছে। অনুশীলনে ব্যাটিং কিংবা বোলিং বলেন, সবখানে স্বাচ্ছন্দ্যেই আছেন।’
বিজ্ঞাপন
টি-টোয়েন্টি ক্রিকেটে যে কোনো ক্রিকেটারের এক-দুইটি ইনিংস খারাপ হতেই পারে জানিয়ে শান্ত আরও বলেন, ‘এই ফরম্যাটে একটা দুইটা ইনিংস খারাপ হতেই পারে। সেটা নিয়ে আসলে বাড়তি কোনো চাপ অধিনায়ক হিসেবে ফিল করছি না এবং আমি এটাও জানি সে নিজেও সেরকম চাপ অনুভব করছে না।’

