বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

ব্রাজিলিয়ান সমর্থকদের হৃদয় ভেঙে ধন্যবাদ দিলেন আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩ জানুয়ারি ২০২৪, ০১:২৩ পিএম

শেয়ার করুন:

loading/img

কাতার বিশ্বকাপে আশা জাগিয়েও ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় ব্রাজিল। বিশ্বকাপ ব্যর্থতার পর সেলেসাওদের কোচের দায়িত্ব থেকে সরে দাড়ান তিতে। এরপর এখনো পর্যন্ত স্থায়ী কোচ নিয়োগ দিতে পারেনি ব্রাজিলের ফুটবল ফেডারেশন।

বিশ্বকাপের পর থেকেই গুঞ্জণ ওঠেছিল, ব্রাজিলের পরবর্তী কোচ হবেন কার্লো আনচেলত্তি। রিয়াল মাদ্রিদের বর্তমান এই কোচ ২০২৪ সালের কোপা আমেরিকা থেকে ব্রাজিলের কোচ হতে যাচ্ছেন এমন খবর ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) একটি সূত্রের বরাত দিয়ে প্রকাশ করেছিল বার্তা সংস্থা এএফপি।


বিজ্ঞাপন


এমনকি ব্রাজিলের ফুটবল ফেডারেশন এবং এর সাবেক সভাপতি এদয়ালদো রদ্রিগেজও নিশ্চিত করেই জানিয়েছিলেন যে, আনচেলত্তিই হবেন ব্রাজিলের পরবর্তী কোচ। এদিকে ইতালিয়ান এই কোচের দায়িত্ব নেয়ার খবর শুনে বেশ খুশি হয়েছিলেন ব্রাজিলিয়ান সমর্থকরা। একই সঙ্গে দলটির ফুটবলাররাও এ বিষয়ে খুব আগ্রহী ছিলেন।

তবে কদিন আগেই ব্রাজিলিয়ান সমর্থকদের হৃদয় ভেঙেছে রিয়াল। আনচেলত্তির সঙ্গে চুক্তি নবায়নের ঘোষণা দিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। এক বিবৃতিতে স্পেনের ক্লাবটি জানিয়েছে, ‘২০২৬ সালের জুন পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ানোর ব্যাপারে সম্মত হয়েছেন আনচেলত্তি।’ এই কারণে বেশ আশাহতই হয়েছেন ব্রাজিল সমর্থকরা।

এদিকে ব্রাজিলিয়ান সমর্থকদের ইচ্ছা পূরণ না করতে পারলেও তাদের কৃতজ্ঞতা জানাতে ভুলেননি আনচেলত্তি। তিনি বলেন, ‘সবাই জানেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের সভাপতি আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। যে শ্রদ্ধা ও আগ্রহ তিনি দেখিয়েছেন, সে জন্য তাঁকে ধন্যবাদ জানাতে চাই।’


বিজ্ঞাপন


একই সঙ্গে ব্রাজিলের সঙ্গে চুক্তি না করার কারণও জানিয়েছেন আনচেলত্তি। তিনি বলেন, ‘সবকিছু রিয়ালের জন্য ঝুলে ছিল। সাম্প্রতিক সময়ে এদনালদোও (সিবিএফের) সভাপতি পদে নেই। আর শেষ পর্যন্ত পার্থক্য হয়ে দাঁড়ায় ওই ব্যাপারটাই যেটা আমি চেয়েছি—রিয়ালে থেকে যাওয়া। আমি জানি না ২০২৬ সালে ব্রাজিল আমাকে চাইবে কি না এবং আমি এটাও জানি না তারা আমার সিদ্ধান্তে খুশি হবে কি না।’

এদিকে ২০২৬ সালের পরও রিয়ালের দায়িত্বে থাকবেন কি না এ বিষয়েও এদিন কথা বলেছেন রিয়াল কোচ। তিনি বলেন, ‘২০২৬ সালে থাকব কি না, সেটা নির্ভর করছে আমার পারফরম্যান্সের ওপর। হয়তো থাকতেও পারি। আমি রিয়ালের কোচ হিসেবে ২০২৭ ও ২০২৮ সালেও চালিয়ে যেতে চাই। কারণ, এখানে আমি থাকতে চাই।’  

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন