সিঙ্গাপুরের বিপক্ষে দুই ম্যাচের আন্তর্জাতিক প্রীতি সিরিজের প্রথমটিতে ৩-০ গোলে জয় পেয়েছিল বাংলাদেশ। আর আজ দ্বিতীয় ম্যাচে র্যাঙ্কিংয়ে ১২ ধাপ এগিয়ে থাকা সফরকারীদের স্রেফ উড়িয়ে দিয়েছে সাবিনা-সানজিদারা। একের পর এক লক্ষ্যভেদ করে প্রতিপক্ষের জালে রীতিমত গোল উৎসব করেছে লাল-সবুজের দল। তহুরা খাতুন ও ঋতূপর্ণা চাকমার জোড়া গোলে স্বাগতিকদের ৮-০ গোলে উড়িয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে সাইফুল বারী টিটুর শিষ্যরা। এদিকে দুর্দান্ত এ জয়ের পর সব কৃতিত্ব ফুটবলারদেরকেই দিয়েছেন কোচ টিটু।
ঘরের মাঠে বাংলাদেশে মেয়েরা প্রথম থেকেই আক্রমণাত্মক খেলে স্বাগতিকদের বিপক্ষে। যার সুবাদে ম্যাচের ১৬ মিনিটে বাংলাদেশকে এগিয়ে নেয় প্রথম ম্যাচে জোড়া গোল করা তহুরা। সাবিনা খাতুনের নেওয়া ফ্রি-কিক থেকে বল পান আরিফা। তার কাছ থেকে মাসুরা বল পেয়ে বল বাড়ান ফাঁকায় দাঁড়ানো তহুরার কাছে। হেডে সিঙ্গাপুরের গোলরক্ষককে পরাস্ত করতে খুব একটা বেগ পেতে হয়নি তহুরাকে। এক গোলের লিড নিয়ে সফরকারীদের উপর আরও চড়াও হয় বাঘিনীরা। যার সুবাদে পরে এসেছে আরও সাত গোল।
বিজ্ঞাপন
আরও পড়ুন: সিঙ্গাপুরের জালে বাংলাদেশের দুই হালি
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বাংলাদেশের ইতিহাস
আরও পড়ুন: সাকিবের ঋণ ৩১ কোটি ৯৮ লাখ, সোনা ২৫ ভরি
দুর্দান্ত এমন জয়ের পর সংবাদ সম্মেলনে কোচ টিটু বলেন, ‘আসলে আমার কোনো অবদানই নেই,বিন্দুমাত্রও না। পুরো কৃতিত্ব ওদের (খেলোয়াড়দের)। সাধারণত বেশ কয়েকটি গোলের পর একটু অন্যরকম ভাব আসে। কিন্তু ওরা প্রতিনিয়ত গোল করেই গেছে।’
এদিকে আজ সিঙ্গাপুরের বিপক্ষে স্কোরলাইন ৬-০ হওয়ার পর বেশ কয়েকজন ফুটবলারকে তুলে নিয়েছিলেন কোচ টিটু। এরপর যারা বদলি নেমেছেন তারাই করেছেন বাকি দুই গোল। এ নিয়ে সাবিনাদের কোচ বলেন, ‘একজন বদলি ফুটবলার নেমে গোল করছেন এবং দুর্দান্ত পারফরম্যান্স করছেন। এতে নির্দেশ করে দলটি বেশ ভালো।’
বিজ্ঞাপন
এদিকে মেয়েদের এই কোচের সঙ্গে বাফুফের চুক্তি আছে ৩১ ডিসেম্বর পর্যন্ত। তবে কি এরপর আর মেয়েদের প্রধান কোচ হিসেবে থাকবেন তিনি এমন প্রিশ্নের উত্তরে টিটু বলেন, ‘আমার চুক্তি রয়েছে ৩১ তারিখ পর্যন্ত। এরপরের বিষয় নিয়ে এখনো ভাবছি না।’
র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলের বিপক্ষে এমন জয়ের পর অধিনায়ক সাবিনা খাতুন কোচকে নিয়ে বলেন, ‘স্যারকে প্রথমে বেশ রুড (কড়া) মনে হতো। পরে অবশ্য আমরা স্যারের সঙ্গে মানিয়ে নিয়েছি। স্যারের ক্লাব ও জাতীয় পর্যায়ে অনেক অভিজ্ঞতা। সেগুলো আমাদের যথেষ্ট কাজে লেগেছে।’

