শুক্রবার, ১৭ মে, ২০২৪, ঢাকা

বিজয়কে এখনি ফোকাস করা উচিত: মাশরাফি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১ এপ্রিল ২০২২, ০৯:২৭ পিএম

শেয়ার করুন:

বিজয়কে এখনি ফোকাস করা উচিত: মাশরাফি

চলমান ডিপিএলে রানের ফোয়ারা ছুটিয়ে জাতীয় দলে ফেরার দাবি আরও জোরদার করেছেন এনামুল হক বিজয়। একের পর এক সেঞ্চুরি হাফ সেঞ্চুরিতে নিজের ক্যারিয়ারের সেরা ঘরোয়া মৌসুম কাটাচ্ছেন দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা এই ওপেনার। জাতীয় দলের রাডারে বিজয়ের আসার এটাই যথার্থ সময় বলে মনে করছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। 

মাশরাফি বলেন, ‘একটা জায়গা থেকে আমি মনে করি যে এটা যুক্তিসঙ্গত কথা এখান থেকে রাডারের নিচে আসা। সেটা খুবই গুরুত্বপূর্ণ। আর বিজয়কে এখনই দেখভাল করা উচিত এই কারণে যে যেভাবে সে রান করছে, অবিশ্বাস্য! এমনকি টার্নিং উইকেট স্লো উইকেট, যেকোন উইকেট সে কিন্তু ডমিনেট করে রান করেছে।’


বিজ্ঞাপন


তবে সরাসরি জাতীয় দলে ডাকার বিপক্ষে দেশসেরা অধিনায়ক। আর এখানে গণমাধ্যমেরও ভূমিকা চান ম্যাশ, ‘আমি একটা কথা মনে করি যে আমাদের ডমেস্টিকে যখন ভাল খেলে আপনাদেরও একটা স্ট্যান্ড নেয়া উচিৎ। কারণ এখান থেকে সরাসরি জাতীয় দল কেন? এখান থেকেও তো আরেকটা ধাপ থাকে। এইচপি বলেন, এ দল বলেন ঐ লেভেলটাও তো দেখতে হবে ওইখানে ও কেমন করছে।’ 

তবে রেকর্ডবুকে নাম লেখানো বিজয়ের পারফরম্যান্স নিয়ে মুগ্ধতাই ঝরল মাশরাফির কণ্ঠে, ‘এটা এক্সেপশনাল ব্যাটিং, আপনি যেকোন লেভেল বলেন। আমাদের ডমেস্টিক ক্রিকেট লেভেল কিন্তু বিশেষ করে ঢাকা প্রিমিয়ার লিগ অনেক উঁচু মানের। এখানে বিজয় যেভাবে দায়িত্ব নিয়ে ব্যাটিং করেছে, একটা দলকে যেভাবে টেনে এনেছে, ৮০০ প্লাস রান করেছে আমি মনে করি তাকে এখনই জাতীয় দলের আশেপাশে আনা উচিৎ। তাকে নিয়ে কাজ করা উচিৎ।’

টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বিজয়ের অভিজ্ঞতাকে আমলে নিয়ে এখনি তাকে ফোকাস করার ওপরও জোর দেন বাংলাদেশের অন্যতম সেরা এই অধিনায়ক, ‘সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ওর বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা আছে। ও আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে, ওর সেঞ্চুরি আছে ফিফটি আছে। যেহেতু অভিজ্ঞ আমার মনে কেন নয়। ওকে এখনি ফোকাস করা উচিত। যদি কোন ইস্যু থাকে ক্লিয়ার করা উচিত সেটা।’

এআইএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর