শনিবার, ১ জুন, ২০২৪, ঢাকা

ঘরোয়া ক্রিকেটে নতুন রেকর্ড গড়লেন বিজয়

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১ এপ্রিল ২০২২, ০২:৩৮ পিএম

শেয়ার করুন:

ঘরোয়া ক্রিকেটে নতুন রেকর্ড গড়লেন বিজয়

২০১২ সালে অভিষেকের পর দ্রুতই নিজেকে জাতীয় দলের অপরিহার্য অংশে পরিণত করেছিলেন এনামুল হক বিজয়। অনেকেই ভেবেছিলেন ওপেনিংয়ে তামিম ইকবালের যোগ্য সঙ্গী এবার বুঝি পাওয়া গেছে। তবে ফর্মহীনতা কেড়ে নিয়েছে বিজয়ের স্থান, তার জায়গায় সৌম্য সরকারসহ অনেকে এলেও থিতু হতে পারেননি কেউই।     

এসব এখন অতীত। অনেকদিন ধরেই জাতীয় দলে ফিরতে মরিয়া বিজয় ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের চলতি মৌসুমে ব্যাট হাতে ছোটাচ্ছেন রানের ফোয়ারা। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের এই ওপেনার আছেন দুর্দান্ত ফর্মে। প্রায় প্রতি ম্যাচেই পাচ্ছেন রানের দেখা। আজ লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে খেলতে নেমে রেকর্ড গড়েছেন বিজয়। 


বিজ্ঞাপন


সাইফ হাসানকে টপকে বাংলাদেশের লিস্ট ‘এ’ ক্রিকেটের ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ রানের মালিক এখন বিজয়। আজ তুলে নিয়েছেন মৌসুমের ষষ্ঠ ফিফটি। ব্যক্তিগত ১০ রান করার পরই রেকর্ডবুকে নাম ওঠান বিজয়। শেষ পর্যন্ত আউট হওয়ার আগে খেলেছেন ৯১ বলে ৭৩ রানের এক অনবদ্য ইনিংস। 

এবারের ডিপিএলে আগুন ঝরানো ব্যাটিং উপহার দিয়ে চলেছেন দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা এই ওপেনার। ১২ ম্যাচে ৭৪.৬৪ গড়ে, ৯৭.৩৯ স্ট্রাইক রেটে রান করেছেন। ৭টি অর্ধশতকের সঙ্গে তার নামের পাশে আছে ২টি সেঞ্চুরি। এবারই ক্যারিয়ার সেরা ১৮৪ রানের ইনিংস খেলেছেন এই উইকেটরক্ষক ব্যাটার।

এআইএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর