মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ডাচদের বিপক্ষেও উইলিয়ামসনকে পাচ্ছে না নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৩, ১২:৪৯ পিএম

শেয়ার করুন:

ডাচদের বিপক্ষেও উইলিয়ামসনকে পাচ্ছে না নিউজিল্যান্ড

ওয়ানডে বিশ্বকাপ-২০২৩ শুরু হয়েছে ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে। উদ্বোধনী ম্যাচটিতে ইংলিশদের বড় ব্যবধানে হারিয়েছে কিউইরা। তবে রেকর্ড গড়া সেই ম্যাচে ছিলেন না নিয়মিত অধিনায়ক কেইন উইলিয়ামসন। অবশ্য এ কথা আগেই জানা ছিল যে উদ্বোধনী ম্যাচটিতে থাকবেন না তিনি। এবার জানা গেলো, আসরের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষেও থাকবেন না তিনি।

আইপিএল খেলতে গিয়ে হাঁটুতে চোট পেয়েছিলেন এই কিউই অধিনায়ক। ফলে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে চলে যেতে হয় তাকে। এদিকে বিশ্বকাপের মূল পর্ব শুরুর আগে, কিউইদের হয়ে দুইটি প্রস্তুতি ম্যাচই খেলেছেন উইলিয়ামসন।


বিজ্ঞাপন


আরও পড়ুন: যে ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে নিউজিল্যান্ড

তবে চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায়ই তাকে উদ্বোধনী ম্যাচে দলে রাখা হয়নি। কিউইদের কোচ গ্যারি স্টেড বলেছিলেন,'(চোট পাওয়ার পর) কেইনের খেলায় ফেরার বিষয়ে শুরু থেকেই আমরা একটি দীর্ঘমেয়াদী চিন্তা করেছি। তার সেরে ওঠায় ভালোভাবে নজর রাখা হচ্ছে। আর এখন এটা নিশ্চিত করতে হবে যে আন্তর্জাতিক ক্রিকেটের ধকল ও তীব্রতার সঙ্গে যেন সে মানিয়ে নিতে পারে।'

তিনি আরও বলেছিলেন, 'কেইনের পুনর্বাসনের ব্যাপারে আমরা দিন ধরে ধরে সামনে এগিয়ে যাব। তৈরি হয়ে ওঠার আগেই আমরা তাকে মাঠে ফেরার জন্য চাপ দিতে চাই না।'

ধারণা করা হয়েছিল নেদারল্যান্দসের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ দিয়েই হয়তো আবার মাঠে ফিরবেন উইলিয়ামসন। তবে তা হচ্ছে না। ডাচদের বিপক্ষেও কিউই দলে থাকবেন না তিনি। আজ এক্সে দেয়া এক ভিডিও বার্তায় কোচ স্টেদ বলেন, কেইন ভালো ভাবেই সেরে ওঠছে। এই মুহূর্তে তাঁর আরও একটু সময় দরকার ফিল্ডিংয়ে ভালো করার জন্য।'

তিনি আরও বলেন, 'সে খুব ভালোভাবেই সেরে ওঠছে এবং আমরা আত্মবিশ্বাসী যে তৃতীয় ম্যাচ থেকেই খেলা শুরু করবে।'

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর