সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

স্টেইনের মতে বিশ্বকাপে আলো ছড়াবেন যে ৫ পেসার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৩, ১০:১০ এএম

শেয়ার করুন:

স্টেইনের মতে বিশ্বকাপে আলো ছড়াবেন যে ৫ পেসার

২০১৯ বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারিয়ে শিরোপা নিজেদের করে নিয়েছিল ইংল্যান্ড। গতবারের এই দুই ফাইনালিস্ট দলের ম্যাচ দিয়েই এবার শুরু হবে ভারতের মাটিতে বিশ্বকাপ। আইসিসির এই মেগা ইভেন্ট নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে নান রকম জল্পনা-কল্পনা। সাবেক কিংবদন্তী ক্রিকেটাররা মতামত দিচ্ছেন কোন চার দল যাবে সেমি-ফাইনালে, সবচেয়ে বেশি রান কে করবে, কে ই বা পাবে সবথেকে বেশি উইকেট।

আসন্ন এই বিশ্বকাপে কোন পাঁচ পেসার সেরা পয়ারফর্ম্যান্স করতে চলেছেন? এমন প্রশ্ন করা হয়েছিল সাবেক কিংবদন্তী বোলার ডেইল স্টেইনকে। জবাবে দক্ষিণ আফ্রিকান এই ক্রিকেটার জানিয়েছেন নিজের মতামত। পাঁচ জনকে তিনি বেঁছে নিয়েছেন পাঁচ দেশ থেকে। তাঁর তালিকায় স্বদেশি কাগিসো রাবাদা থাকলেও নেই বাংলাদেশের কেউ।


বিজ্ঞাপন


রাবাদা ছাড়াও স্টেইন যে পাঁচ পেসারকে বেঁছে নিয়েছেন এদের মধ্যে আছে স্বাগতিক দেশ ভারতের পেসার মোহাম্মদ সিরাজ। পাকিস্তান থেকে তিনি নিয়েছেন শাহিন আফ্রিদিকে। এদিকে ইংল্যান্ড থেকে স্টেইনের তালিকায় আছেন মার্ক উড। এছাড়া স্টেইনের তালিকায় আরও আছেন নিউজিল্যান্ড পেসার ট্রেন্ট বোল্ট।

আরও পড়ুন: ভারত নয়, গাভাস্কারের চোখে বিশ্বকাপে ফেভারিট যে দল

সাম্প্রতিক সময়ে বেশ ফর্মেই আছেন ইংলিশ পেসার মার্ক উড। সেই সাথে ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজও আছেন ফর্মের তুঙ্গে। কদিন আগে শেষ হওয়া এশিয়া কাপ ফাইনালে তাঁর আগুন ঝরানো বোলিংয়েই ধরাশায়ী হয় শ্রীলঙ্কা। সেদিন তিনি ২১ রান দিয়ে নিয়েছিলেন ৬ উইকেট।

স্টেইনের তালিকায় থাকা কিউই পেসার বোল্ট এই ৫ জনের মধ্যে সবথেকে অভিজ্ঞ বোলার। ২৩.৫৬ গড়ে ১০৪টি ওয়ানডে খেলে তিনি নিয়েছেন ১৯৭ উইকেট। আর স্টেইনের স্বদেশী রাবাদা খেলেছেন ৯২টি ওয়ানডে, তাঁর ঝুলিতে আছে ১৪৪টি উইকেট।  

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর