সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

তামিমকে নিয়ে মুখ খুললেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪৩ পিএম

শেয়ার করুন:

তামিমকে নিয়ে মুখ খুললেন মাশরাফি

বিশ্বকাপের বাকি আর মাত্র কদিন। আইসিসির মেগা টুর্নামেন্টে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে সবার শেষে গতকাল রাতে দল ঘোষণা করেছে বাংলাদেশ। এর আগে হয়েছে বেশ নাটকীয়তা। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আজ তামিম ইকবালকে ছাড়াই দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়ানডে সুপার লিগে শীর্ষ তিনে বাংলাদেশ দল যেই তামিমের নেতৃত্বে স্থান করে নিয়েছিল সেই তামিমকে ছাড়াই বিশ্বকাপে যাচ্ছে টাইগাররা। যা নিয়ে তোলপাড় ক্রিকেট পাড়ায়। বিশ্বকাপের দল ঘোষণার আগে বিসিবিতে গিয়েছিলেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তবে বের হয়ে গণমাধ্যমে তেমন কোন কথা বলেন নি। কিন্তু অবশেষে মুখ খুলেছেন টাইগার ক্রিকেটের সফল এই অধিনায়ক।  

ক্রিকেট পাড়ায় গুঞ্জন রয়েছে তামিম ইকবালকে ফিটনেস ইস্যুতে বাদ দেওয়া হয়নি। তার পেছনে রয়েছে অন্য কারণ। তবে এসব কিছু নিয়ে নীরব ছিলেন মাশরাফি। অবশেষে গতকাল রাতে এক ফেসবুক পোস্টে তামিমের দলে না থাকা নিয়ে মুখ খুলেছেন নড়াইল এক্সপ্রেস। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: মিডল অর্ডারে খেলার শর্তে তামিমকে দলে নেয়ার প্রস্তাব পাপনের!

আরও পড়ুন:হেড-আর্চার-উইলিয়ামসনরা বিশ্বকাপে, কি দোষ তামিমের?

আরও পড়ুন: টি-টোয়েন্টিতে রেকর্ডবুক চুরমার করে নেপালের ইতিহাস

সাবেক অধিনায়ক এক ফেসবুক পোস্টে বলেছেন, ‘একটা তথ্য হয়তো সবাই ভুল দিচ্ছে—তামিমকে বাদ দিয়েছে, আসলে সত্য হলো, তামিম দলে থাকতে চায়নি। দলে না রাখা আর থাকতে না চাওয়ার ব্যবধান অনেক। আমার মনে হয় এতটুকু সম্মান তামিমের প্রাপ্য।’ 


বিজ্ঞাপন


তবে তামিম কেন দলে থাকতে চাননি তার উত্তর মাশরাফির কাছে নেই বলে জানিয়েছেন তিনি। উত্তরটা শুধু তামিম দিতে পারবেন বলে জানান। ‘নড়াইল এক্সপ্রেস’ আরো বলেছেন, ‘এখন প্রশ্ন হতে পারে তামিম কেন দলে থাকতে চাইল না। আসলে সে উত্তর আমার কাছে নেই। সেটা একমাত্র তামিমই বলতে পারে।’ 

mash_ss_

তবে এসবের মাঝে আজ সকালে তামিম ইকবাল জানিয়েছেন সব কিছু নিয়েই তিনি মুখ খুলবেন দল আজ ভারতের উদ্দেশ্যে রওনা হওয়ার পর। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর