মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হেড-আর্চার-উইলিয়ামসনরা বিশ্বকাপে, কি দোষ তামিমের?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫৬ পিএম

শেয়ার করুন:

হেড-আর্চার-উইলিয়ামসনরা বিশ্বকাপে, কি দোষ তামিমের?

বিশ্বের দশম দেশ হিসেবে সবার পরে নিজেদের বিশ্বকাপ দল ঘোষণা করেছে বাংলাদেশ। যার পেছনে রয়েছে অজস্র কারণ। সেই এশিয়া কাপের আগে ওয়ানডে দলের অধিনায়ক পরিবর্তন। এরপর থেকে যেন সবকিছুতেই বিসিবির অপেশাদারিত্ব ফুটে উঠেছে। দলের মিডেল অর্ডারে পরীক্ষা-নিরীক্ষা। বিশ্বকাপের এক মাসের চেয়েও কম সময়ে নতুন ক্রিকেটারদের ঝালিয়ে দেখা আরো কতো কি! সবকিছু চূড়ান্তরূপ ধারণ করে গতকাল মাঝরাতে। বিশ্বকাপের দল ঘোষণা নিয়ে টালমাটাল অবস্থা টাইগার ক্রিকেট বোর্ডের। আবারো নতুনভাবে হাজির সাকিব তামিম দ্বন্দ্ব। অবশেষে বিশ্বকাপ দল ঘোষণা, যেখানে নেই অভিজ্ঞ ক্রিকেটার তামিম ইকবাল। 

চোট নিয়ে বিশ্বকাপের দলে রয়েছেন অন্যান্য দেশের একাধিক ক্রিকেটার। অস্ট্রেলিয়ার ট্রেভিস হেড থেকে ধরে ইংল্যান্ডের জোফরা আর্চার ও নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনের মতো ক্রিকেটারদের চোট থাকা সত্ত্বেও তাদের নিয়ে বিশ্বকাপ দল সাজিয়েছে তাদের ক্রিকেট বোর্ড। 


বিজ্ঞাপন


মাথায় চোট পাওয়া পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন অজি ওপেনার ট্রেভিস হেড। কবে সুস্থ হবেন তাও ঠিক জানা নেই, সম্ভাবনা রয়েছে বিশ্বকাপের মাঝ পথে ফিরবেন তিনি। তাই তাকে এখনো বিশ্বকাপের দলে রেখেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। অপরদিকে জোফরা আর্চার চোটে থাকায় তাকে মূল স্কোয়াডে না রাখলেও তাকে রিজার্ভ ক্রিকেটার হিসেবে ভারতে নিয়ে যাচ্ছে ইংল্যান্ড। 

সবচেয়ে বড় ভরসার পরিচয় দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। দীর্ঘ দিন ধরে চোটের সঙ্গে লড়ছেন তিনি। এখনো মাঠে ফিরতে পারেন নি। রয়েছেন পুনর্বাসন প্রক্রিয়ায়। তবুও তাকে অধিনায়ক করে বিশ্বকাপের দল দিয়েছে ব্ল্যাকক্যাপসরা। ধারণা করা হচ্ছে বিশ্বকাপের আগে তিনি সুস্থ হবেন। 

 

বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড, গতবারের রানার্সআপ নিউজিল্যান্ড ও পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন তাদের অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়ে ঝুঁকি নিতে পারেন অথচ বাংলাদেশ ক্রিকেট বোর্ড তামিমকে নিয়ে তা করতে পারেনি। 

 

 

বিশ্বকাপ দল ঘোষণার পর সংবাদ সম্মেলনে আসেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তিনি জানান বিশ্বকাপের মতো মঞ্চে তারা তামিমকে নিয়ে ঝুঁকি নিতে চাননি। তাহলে প্রশ্ন ধারায় অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড কিভাবে পারে? 

যদিও একেক ক্রিকেটারের ইনজুরির ধরণ একেক রকম। হেড-আর্চার-উইলিয়ামসন কেউই পুরোপুরি ফিট নন, ঠিক তেমনি তামিম ইকবালও শতভাগ ফিট নয়, তবে তিনি আংশিক বিশ্বকাপ খেলতে পারতেন তা সবারই জানা। 

জস বাটলার, প্যাট কামিন্সরা তাদের অভিজ্ঞ ক্রিকেটার নিয়ে ঝুঁকি নিতে পারলেও সেই সাহস দেখাতে ব্যর্থ হয়েছেন সাকিব। 

 

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড: 

সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নাজমুল শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী মিরাজ, তাওহীদ হৃদয়, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, শেখ মাহেদী, তানজিদ তামিম, তানজিম সাকিব। 

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর