রান্নাঘরের অপরিহার্য অংশ এখন এলপিজি গ্যাস সিলিন্ডার। কিন্তু এই সিলিন্ডারটিই আপনার পরিবারের জন্য বড় বিপদের কারণ হয়ে উঠতে পারে, যদি সেটি মেয়াদোত্তীর্ণ হয়। সাম্প্রতিক সময়ে দেশে সিলিন্ডার বিস্ফোরণের অনেক ঘটনার পেছনে অন্যতম প্রধান কারণ হিসেবে দেখা গেছে পুরোনো ও মেয়াদোত্তীর্ণ সিলিন্ডারের ব্যবহার। তাই সিলিন্ডার ব্যবহারের আগে এর মেয়াদ আছে কি না, তা পরীক্ষা করা জীবন বাঁচানোর মতোই গুরুত্বপূর্ণ।
সিলিন্ডারের মেয়াদ কোথায় লেখা থাকে?
বিজ্ঞাপন
অনেকেই ভাবেন সিলিন্ডারের গায়ে মেয়াদ লেখা থাকে না। আসলে কিন্তু প্রতিটি সিলিন্ডারের ওপরের অংশে যে তিনটি লোহার পাত বা কলার (Collar) থাকে, তার একটির ভেতরের দিকে মেয়াদের তারিখটি সাংকেতিকভাবে খোদাই করা থাকে। একটু ভালো করে লক্ষ্য করলেই আপনি অক্ষর এবং সংখ্যার একটি সমন্বয় দেখতে পাবেন। যেমন: A-26, B-27, C-28 বা D-29।

মেয়াদের সাংকেতিক চিহ্ন বোঝার নিয়ম
সিলিন্ডারের মেয়াদ বুঝতে হলে আপনাকে এই কোডটির অর্থ জানতে হবে। এখানে ইংরেজি চারটি অক্ষর (A, B, C, D) বছরের ১২টি মাসকে নির্দেশ করে:
বিজ্ঞাপন
A: বছরের প্রথম তিন মাস (জানুয়ারি থেকে মার্চ)।
B: দ্বিতীয় তিন মাস (এপ্রিল থেকে জুন)।
C: তৃতীয় তিন মাস (জুলাই থেকে সেপ্টেম্বর)।
D: বছরের শেষ তিন মাস (অক্টোবর থেকে ডিসেম্বর)।

অক্ষরের পাশের সংখ্যাটি দিয়ে সাল বা বছর বোঝানো হয়। যেমন—কোডটি যদি হয় 'A-26', তার মানে হলো ২০২৬ সালের মার্চ মাস পর্যন্ত সিলিন্ডারটির মেয়াদ আছে। আবার যদি লেখা থাকে 'B-25', তবে বুঝতে হবে ২০২৫ সালের জুন মাসেই সিলিন্ডারটির মেয়াদ শেষ হয়ে গেছে।
মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার কেন বিপজ্জনক?
একটি সিলিন্ডার নির্দিষ্ট সময় পর্যন্ত উচ্চ চাপ সহ্য করার ক্ষমতা রাখে। মেয়াদ পার হয়ে গেলে সিলিন্ডারের ভেতরের এবং বাইরের ধাতব পাত দুর্বল হয়ে পড়ে। ফলে রান্নার সময় সামান্য তাপে বা অতিরিক্ত চাপে যেকোনো সময় সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটতে পারে। এছাড়া মেয়াদোত্তীর্ণ সিলিন্ডারের ভালভ ও রেগুলেটর সংযোগস্থল থেকেও গ্যাস লিকেজ হওয়ার ঝুঁকি অনেক বেশি থাকে।
আপনার করণীয় কী?
১. সরবরাহের সময় যাচাই: ডিলার বা ডেলিভারিম্যান যখন সিলিন্ডার দিয়ে যাবেন, তখনই মেয়াদের কোডটি দেখে নিন।
২. মেয়াদ শেষ হলে বদলান: যদি দেখেন সিলিন্ডারের মেয়াদ মাস বা বছর পার হয়ে গেছে, তবে কোনোভাবেই সেটি গ্রহণ করবেন না এবং দ্রুত পরিবর্তন করে নিন।
৩. সচেতনতা: পরিবারের অন্য সদস্যদেরও এই কোড দেখার নিয়মটি শিখিয়ে দিন।
আরও পড়ুন: সিলিন্ডারে কতটুকু গ্যাস আছে জানুন এই ট্রিক্সে
গ্যাস সিলিন্ডার একটি উচ্চ চাপযুক্ত পাত্র। তাই এটি ব্যবহারে সামান্য অসতর্কতা ডেকে আনতে পারে বড় বিপর্যয়। নিরাপদ রান্নার জন্য সিলিন্ডারের মেয়াদের দিকে নজর রাখা এখন সময়ের দাবি।
এজেড

