অফিস, দোকান কিংবা বাসা— দ্রুত ও নির্ভুল হিসাবের জন্য ক্যালকুলেটর আমাদের নিত্যসঙ্গী। প্রতিদিনের যোগ-বিয়োগ, গুণ-ভাগে আমরা অভ্যস্ত হলেও ক্যালকুলেটরের সব বোতামের সঠিক কাজ কি আমরা জানি? বিশেষ করে ক্যালকুলেটরে থাকা AC এবং CE বোতাম দুইটি নিয়ে অনেকের মনেই সংশয় রয়েছে। অনেকেই মনে করেন দুইটি বোতামের কাজ একই, কিন্তু বাস্তবে এদের ব্যবহারে রয়েছে বড় পার্থক্য।
চলুন জেনে নেওয়া যাক এই দুটি বোতামের আসল কাজ ও পার্থক্য-
বিজ্ঞাপন

AC (All Clear) বোতামের কাজ
ক্যালকুলেটরের AC বোতামের পূর্ণরূপ হলো 'All Clear'। নাম শুনেই বোঝা যাচ্ছে এর কাজ সবকিছু মুছে ফেলা।
কখন ব্যবহার করবেন?
বিজ্ঞাপন
যখন আপনি চলমান একটি হিসাব পুরোপুরি শেষ করে একদম নতুন কোনো হিসাব শুরু করতে চান।
কাজ: এই বোতামটি চাপলে স্ক্রিনে থাকা সংখ্যাসহ মেমোরিতে থাকা আগের সব হিসাব ও ফাংশন মুছে যায় এবং স্ক্রিন আবার শূন্য (০) হয়ে যায়।

CE (Clear Entry) বোতামের কাজ
অন্যদিকে, CE বোতামের পূর্ণরূপ হলো 'Clear Entry'। এটি মূলত একটি 'লাইফ সেভার' বোতাম হিসেবে কাজ করে।
কখন ব্যবহার করবেন?
দীর্ঘ কোনো হিসাব করার সময় যদি হঠাৎ করে শুধু শেষ সংখ্যাটি ভুল টাইপ করে ফেলেন, তখন এটি কাজে লাগে।
কাজ: এই বোতামটি চাপলে আপনার পুরো হিসাব মুছে যাবে না; বরং শুধুমাত্র সবশেষে যে সংখ্যাটি আপনি ইনপুট দিয়েছেন, সেটি মুছে যাবে। ফলে পুরো হিসাব নতুন করে শুরু করার ঝামেলা পোহাতে হয় না।
একটি উদাহরণ দিয়ে বিষয়টি বুঝে নেওয়া যাক:
ধরুন, আপনি ১০ + ২০ + ৫০ যোগ করতে চাইছেন।
১. আপনি ১০ এবং ২০ যোগ করলেন।
২. এরপর ৫০ লিখতে গিয়ে ভুল করে ৮০ লিখে ফেললেন।
৩. এখন যদি আপনি AC চাপেন, তবে আগের ১০ ও ২০-এর হিসাবও মুছে যাবে।
৪. কিন্তু আপনি যদি শুধু CE চাপেন, তবে শুধুমাত্র ভুল করা ৮০ সংখ্যাটি মুছে যাবে এবং আপনি আবার ৫০ লিখে নির্ভুলভাবে হিসাবটি শেষ করতে পারবেন।
আরও পড়ুন: শীতকালে ফ্রিজের তাপমাত্রা কত রাখা উচিত?
অর্থাৎ, AC পুরো স্লেট পরিষ্কার করে দেয়, আর CE শুধুমাত্র শেষ ভুলটি শুধরে নেওয়ার সুযোগ দেয়। এই ছোট কিন্তু গুরুত্বপূর্ণ পার্থক্যটি জানা থাকলে দৈনন্দিন হিসাবের কাজ আরও দ্রুত ও সহজ হবে।
এজেড

