রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ঢাকা

হারিয়ে যাওয়ার পথে এক সোনালী অধ্যায়

প্রযুক্তির বিবর্তনে অস্তিত্ব সংকটে শর্টওয়েভ রেডিও

বিজ্ঞান ডেস্ক
প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৬, ০৪:০৩ পিএম

শেয়ার করুন:

প্রযুক্তির বিবর্তনে অস্তিত্ব সংকটে শর্টওয়েভ রেডিও
প্রযুক্তির বিবর্তনে অস্তিত্ব সংকটে শর্টওয়েভ রেডিও

এক সময় দূরদেশের খবর কিংবা ভিনদেশি গান শোনার একমাত্র ভরসা ছিল শর্টওয়েভ রেডিও। ট্রান্সমিটারের নবে আঙুল ঘুরিয়ে বিদেশের সিগন্যাল ধরার সেই উত্তেজনা এখন কেবলই স্মৃতি। স্যাটেলাইট, ইন্টারনেট স্ট্রিমিং এবং ঝকঝকে শব্দের এফএম রেডিওর দাপটে পৃথিবী থেকে প্রায় বিদায় নিতে বসেছে এক সময়ের জনপ্রিয় এই শর্টওয়েভ প্রযুক্তি।

কেন অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে শর্টওয়েভ? তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, মূলত পাঁচটি প্রধান কারণে শর্টওয়েভ রেডিও তার আধিপত্য হারিয়েছে-


বিজ্ঞাপন


radio-cassette-3634616_1280

১. আধুনিক প্রযুক্তির উত্থান: উচ্চগতির ইন্টারনেট এবং স্মার্টফোনের যুগে অনলাইন স্ট্রিমিং এখন হাতের মুঠোয়। বিশ্বের যেকোনো প্রান্তের কন্টেন্ট এখন যেকোনো সময় নিখুঁতভাবে শোনা যায়, যা শর্টওয়েভকে সাধারণ মানুষের কাছে অপ্রাসঙ্গিক করে তুলেছে।

২. উচ্চ পরিচালন ব্যয়: বড় বড় শর্টওয়েভ ট্রান্সমিটার চালাতে যে পরিমাণ বিদ্যুৎ ও জনবল প্রয়োজন, তার তুলনায় বর্তমানের ডিজিটাল মাধ্যমগুলো অনেক সাশ্রয়ী। খরচ বাঁচাতে বিশ্বের অনেক বড় ব্রডকাস্টার কোম্পানি ইতিমধ্যেই তাদের শর্টওয়েভ সার্ভিস বন্ধ করে দিয়েছে।

WBCQ-Antenna-Farm-3


বিজ্ঞাপন


৩. শব্দের নিম্নমান: শর্টওয়েভ সিগন্যাল প্রায়ই দুর্বল থাকে এবং এতে প্রচুর নয়েজ বা হস্তক্ষেপ (Interference) হয়। আধুনিক শ্রোতারা যেখানে হাই-ডেফিনিশন সাউন্ডে অভ্যস্ত, সেখানে ঘরঘর শব্দে খবর শোনা এখন বিরক্তিকর।

৪. ডিজিটালাইজেশনে ব্যর্থতা: ডিজিটাল রেডিও (DRM) বা আধুনিকায়ন করে এই প্রযুক্তিকে টিকিয়ে রাখার চেষ্টা করা হলেও তা প্রত্যাশিত সাফল্য পায়নি। নতুন প্রজন্মের কাছে এটি পুরনো প্রযুক্তির তকমা ঝেড়ে ফেলতে পারেনি।

৫. শ্রোতা ও প্রচারণার অভাব: শীতল যুদ্ধের সময় রাজনৈতিক প্রচারণার জন্য এটি বড় অস্ত্র থাকলেও বর্তমানে সেই প্রয়োজনীয়তা কমেছে। ফলে রেডিও স্টেশনগুলোর শ্রোতা সংখ্যা আশঙ্কাজনক হারে হ্রাস পেয়েছে।

PL-880-RightSide

এখনও যেখানে অপরিহার্য পুরোপুরি বিদায় নিলেও কিছু বিশেষ ক্ষেত্রে শর্টওয়েভ এখনও ‘লাইফলাইন’ হিসেবে কাজ করছে:

যুদ্ধ ও জরুরি অবস্থা: ইউক্রেন যুদ্ধের মতো পরিস্থিতিতে যখন ইন্টারনেট বা স্যাটেলাইট সংযোগ বিচ্ছিন্ন হয়, তখন খবর পৌঁছাতে শর্টওয়েভই ভরসা। এটি সেন্সরশিপ এড়ানো বা দুর্গম এলাকায় তথ্য পৌঁছাতে অনন্য।

আরও পড়ুন: স্মার্টফোনে রেডিও চালাতে ইয়ারফোন লাগে কেন?

দুর্যোগপূর্ণ এলাকা: যেখানে এফএম রেডিও বা ফোর-জি নেটওয়ার্কের অবকাঠামো নেই, সেখানে তথ্য আদান-প্রদানের নির্ভরযোগ্য মাধ্যম এটি।

হ্যাম রেডিও: সারা বিশ্বে এখনও কিছু ‘রেডিও হ্যাম’ বা শৌখিন শ্রোতা রয়েছেন যারা কেবল আবেগের জায়গা থেকে শর্টওয়েভ শোনেন।

প্রযুক্তির দৌড়ে শর্টওয়েভ রেডিও হয়তো সাধারণ মানুষের প্রতিদিনের জীবন থেকে হারিয়ে যাচ্ছে, কিন্তু দুর্যোগ আর জরুরি প্রয়োজনে এর গুরুত্ব আজও অনস্বীকার্য। এটি হয়তো সম্পূর্ণ বিলীন হবে না, তবে একটি বিশেষায়িত বা ‘নিশ’ প্রযুক্তি হিসেবে টিকে থাকবে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর