সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ঢাকা

বৈজ্ঞানিক ব্যাখ্যা

তাপমাত্রা কততে নামলে শীত অনুভূত হয়?

বিজ্ঞান ডেস্ক
প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২৬, ১০:২৩ এএম

শেয়ার করুন:

তাপমাত্রা কততে নামলে শীত অনুভূত হয়?
তাপমাত্রা কততে নামলে শীত অনুভূত হয়?

ঋতুচক্রের আবর্তনে প্রকৃতিতে এখন শীতের আমেজ। ভোরে কুয়াশার চাদর আর রাতে হিমেল হাওয়া জানান দিচ্ছে শীত এসে গেছে। কিন্তু ঠিক কত ডিগ্রি সেলসিয়াসে নামলে আমরা আক্ষরিক অর্থে 'শীত' অনুভব করি? কিংবা কত তাপমাত্রাকে আবহাওয়া অধিদপ্তর 'শৈত্যপ্রবাহ' হিসেবে গণ্য করে? আজকের প্রতিবেদনে থাকছে শীতের সেই গাণিতিক ও বৈজ্ঞানিক হিসাব।

শীত অনুভবের আদর্শ তাপমাত্রা


বিজ্ঞাপন


মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা সাধারণত ৩৭° সেলসিয়াস (৯৮.৬° ফারেনহাইট)। যখন চারপাশের পরিবেশের তাপমাত্রা শরীরের তাপমাত্রার চেয়ে অনেক নিচে নেমে যায়, তখনই আমাদের মস্তিষ্ক ঠান্ডা বা শীতের সংকেত দেয়।

361dc6f3fd80e6d15a3d149d6a4330a0101b30b3bbe07694

সাধারণভাবে, পারদ যখন ২০° সেলসিয়াসের নিচে নামতে শুরু করে, তখন থেকেই অধিকাংশ মানুষ হালকা শীত অনুভব করেন এবং পাখা বন্ধ বা পাতলা চাদরের প্রয়োজন বোধ করেন। তবে প্রকৃত শীতের আমেজ শুরু হয় যখন তাপমাত্রা ১৫° সেলসিয়াসের নিচে নামে।

শৈত্যপ্রবাহের মানদণ্ড


বিজ্ঞাপন


আবহাওয়া অধিদপ্তরের নিয়ম অনুযায়ী, তাপমাত্রা কেবল কমলেই তাকে শৈত্যপ্রবাহ বলা হয় না। এর নির্দিষ্ট কিছু বিভাগ রয়েছে:

মৃদু শৈত্যপ্রবাহ: তাপমাত্রা যখন ৮° থেকে ১০° সেলসিয়াসের মধ্যে থাকে।

মাঝারি শৈত্যপ্রবাহ: তাপমাত্রা ৬° থেকে ৮° সেলসিয়াসের মধ্যে নামলে।

তীব্র শৈত্যপ্রবাহ: তাপমাত্রা ৪° থেকে ৬° সেলসিয়াসের মধ্যে থাকলে।

অতি তীব্র শৈত্যপ্রবাহ: তাপমাত্রা ৪° সেলসিয়াসের নিচে নেমে গেলে।

shit-1-20200109160646

শীত অনুভব কেন ভিন্ন হয়?

একই তাপমাত্রায় সবার সমান শীত লাগে না। এর পেছনে কাজ করে কয়েকটি কারণ-

১. বাতাসের গতি (Wind Chill): বাতাসের গতি বেশি থাকলে শরীরের চারপাশের উষ্ণ বায়ুস্তর সরে যায়, ফলে প্রকৃত তাপমাত্রার চেয়েও বেশি শীত অনুভূত হয়।

২. আর্দ্রতা: বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকলে ত্বক শুষ্ক হয়ে যায় এবং শীতের তীব্রতা বেশি অনুভূত হয়। 

৩. শারীরিক গঠন: যাদের শরীরে চর্বির স্তর বেশি বা মেটাবলিজম রেট ভালো, তারা অন্যদের তুলনায় কিছুটা কম শীত অনুভব করতে পারেন।

winter_20241214_174749516

বাঙালির শীত বনাম বিশ্ব

ইউরোপ বা আমেরিকার মানুষের জন্য যা বসন্তকাল (১৫°-১৮° সে.), আমাদের দেশে সেটিই পুরোদস্তুর শীত। দীর্ঘকাল একটি নির্দিষ্ট জলবায়ুতে বসবাসের কারণে আমাদের শরীর ১০°-১৫° সেলসিয়াস তাপমাত্রাকেই তীব্র শীত হিসেবে গ্রহণ করতে অভ্যস্ত।

আরও পড়ুন: শীতকালে ফ্রিজের তাপমাত্রা কত রাখা উচিত?

শীত কেবল তাপমাত্রার খেলা নয়, এটি আমাদের মানিয়ে নেওয়ার ক্ষমতার ওপরও নির্ভর করে। তবে সুস্থ থাকতে তাপমাত্রা ১৫° সেলসিয়াসের নিচে নামলে অবশ্যই গরম কাপড় ব্যবহারের পরামর্শ দেন চিকিৎসকরা।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর