মহানবী (স.)-এর পরে আল্লাহর রাস্তায় সবচেয়ে বেশি দান করার অনন্য নজির স্থাপন করেছিলেন ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর (রা.)। পৃথিবীর ইতিহাসে তাঁর দানের তুলনা কারো সঙ্গে হয় না। আল্লাহ ও তাঁর রাসুলের জন্য তিনি নিজের সব অর্থসম্পদ বিলিয়ে দিতে মোটেও কুণ্ঠাবোধ করতেন না। তাঁর দান সম্পর্কে অনেক বর্ণনা রয়েছে।
এক হাদিসে ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর বিন খাত্তাব (রা.) বলেন, একদা আল্লাহর রাসুল (স.) আমাদেরকে দান করতে আদেশ দিলেন। সেসময় আমার কাছে বেশ কিছু মাল ছিল। আমি মনে মনে বললাম, যদি কোনোদিন আবু বকরকে হারাতে পারি, তাহলে আজ আমি প্রতিযোগিতায় তাঁকে হারিয়ে ফেলব। সুতরাং আমি আমার অর্ধেক মাল নিয়ে এসে রাসুলুল্লাহর দরবারে হাজির হলাম। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, ‘(এত মাল!) তুমি তোমার ঘরে পরিজনের জন্য কী রেখে এলে?’ উত্তরে আমি বললাম, ‘অনুরূপ অর্ধেক রেখে এসেছি।’ আর এদিকে আবু বকর তাঁর বাড়ির সমস্ত মাল নিয়ে হাজির হলেন।
বিজ্ঞাপন
তাঁকে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ‘তুমি তোমার পরিজনের জন্য ঘরে কী রেখে এলে?’ উত্তরে তিনি বললেন, ‘আমি ঘরে তাদের জন্য আল্লাহ ও তাঁর রাসুলকে রেখে এসেছি!’ তখনই মনে মনে বললাম- ‘আবু বকরের কাছে কোনো প্রতিযোগিতাতেই আমি জিততে পারব না।’ (আবু দাউদ: ১৬৮০; তিরমিজি: ৩৬৭৫)
আরও পড়ুন: ওমর (রা.) যেসব কারণে ইতিহাসে অনন্য
আবু বকর (রা.) শুধুমাত্র দানশীলতায় অনন্য ছিলেন তা নয়, বরং তিনি নামাজ, রোজা, জিহাদসহ সবরকম নেক আমলে ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। এর সুন্দর উদাহরণ নিচের হাদিসটি।
আবু হুরায়রা (রা.) হতে বর্ণিত আছে যে, রাসুলুল্লাহ (স.) বলেছেন, যে লোক একই মালের এক জোড়া আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে তাকে জান্নাতে ডাকা হবে, হে আল্লাহ তাআলার বান্দা! এটাই উত্তম জায়গা। সুতরাং যে লোক নামাজি, তাকে নামাজের দ্বার হতে আহবান করা হবে। যে লোক মুজাহিদ তাকে জিহাদের দ্বার হতে আহবান করা হবে। যে লোক দানশীল তাকে দান-খয়রাতের দ্বার হতে আহবান করা হবে। যে লোক রোজাদার তাকে রোজার বিশেষ দ্বার (রাইয়ান) হতে আহবান করা হবে। সেসময় আবু বকর (রা.) বললেন, আমার পিতা-মাতা আপনার জন্য উৎসর্গ হোক! কোনো লোককে সকল দরজা হতে ডাকার তো দরকার নেই; তা সত্ত্বেও কাউকে কি এসবগুলো দরজা হতে আহবান করা হবে? তিনি বললেন, হ্যাঁ এবং আমি আশা করি আপনিও তাদের অন্তর্ভুক্ত থাকবেন।’ (সুনানে তিরমিজি: ৩৬৭৪)
বিজ্ঞাপন
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে বিশিষ্ট সাহাবি হজরত আবু বকর সিদ্দিক (রা.)-এর জীবনী থেকে শিক্ষা নেওয়ার তাওফিক দান করুন। আমিন।
হযরত ওমর রাঃ এর শাসন আমল কত বছর, হযরত ওমর রাঃ এর মৃত্যুর ঘটনা, হযরত ওমর রাঃ এর শাসন ব্যবস্থা কেমন ছিল, আবু বকর রাঃ এর ঘটনা, হযরত ওমর রাঃ এর জীবনী pdf, হযরত ওমর রাঃ এর হত্যাকারীর নাম কি, ওমর রাঃ এর দিওয়ান কি, খলিফা হযরত উমর (রা) রচনা, আবু বকর রাঃ এর ঘটনা, হযরত আবু বকর সিদ্দিক জীবনী pdf হযরত আবু বকর রাঃ এর জীবনী বই, হযরত আবু বকর রাঃ এর প্রকৃত নাম কি, আবু বকর (রাঃ)-এর সঠিক বংশধারা? হযরত আবু বকর রাঃ এর জন্ম, হযরত আবু বকর সিদ্দিক রাঃ এর প্রাথমিক জীবন, হযরত আবু বকর রাঃ এর জীবনী রচনা

