রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জান্নাতি ফল মাথায় নিয়ে হুর আগমনের ঘটনা

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০২ মে ২০২৩, ০৩:৫৩ পিএম

শেয়ার করুন:

জান্নাতি ফল মাথায় নিয়ে হুর আগমনের ঘটনা

জান্নাত ও হুর সাধারণত ইহকালের নেয়ামত নয়। কোরআন-হাদিসের বর্ণনা অনুযায়ী, যারা মহান আল্লাহর সন্তুষ্টির সাথে ইহকাল ত্যাগ করেন তারাই পুরস্কার হিসেবে পরকালে জান্নাত লাভ করবেন এবং জান্নাতের বিশেষ নেয়ামত হুরের সাক্ষাৎ পাবেন। কিন্তু মানবজাতির আদিপিতা ও প্রথম নবী হজরত আদম (আ.)-এর ইচ্ছাপূরণে আল্লাহ তাআলা দুনিয়ায় জান্নাতের ফলসহ এক হুরকে পাঠিয়েছিলেন। আদম (আ.)-এর সন্তান নবী শিষ (আ.)-এর দোয়ার বরকতে আদম (আ.)-এর জন্য জান্নাতি ফল পাঠানো হয়েছিল।

আরও পড়ুন
নবীজির হাসিখুশির ঘটনা
ফেরাউনের স্ত্রী আসিয়া দুনিয়াতে জান্নাত দেখেছেন


বিজ্ঞাপন


শিস (আ.)-এর মোজেজাগুলোর মধ্যে এটি প্রসিদ্ধ। ঘটনার সংক্ষিপ্ত বিবরণ এই যে আদম (আ.) তাঁর অন্তিম শয্যায় ছেলেদের কাছে জান্নাতি ফল খাওয়ার আবদার করেন। পিতার আবদার বাস্তবায়নের জন্য সন্তানরা দিগ্বিদিক ছুটতে লাগল।

কিন্তু জান্নাতি ফল লাভে ব্যর্থ হয়ে সবাই ফিরে এলেন। আদম (আ.)-এর নির্দেশে শিস (আ.) আল্লাহর কাছে জান্নাতি ফল চেয়ে দোয়া করেন। দোয়া কবুল হয়, জিবরাঈল (আ.) খাঞ্চাপূর্ণ বেহেশতি ফলমূল অপূর্ব সুন্দরী একজন বেহেশতি ‘হুর’-এর মাথায় চেপে দিয়ে আদম (আ.)-এর সম্মুখে হাজির হন। বস্তুত আদম (আ.)-এর এই আবদার ও তা পূরণের এই অলৌকিক ঘটনা ছিল তাঁর পরবর্তী নবী শিস (আ.)-এর নবুয়তের অভিষেকস্বরূপ, যাতে তাঁর অন্য সন্তানরা তাঁর মৃত্যুর পর শিস (আ.)-কে বিনা দ্বিধায় নবী হিসেবে মেনে নিতে পারে। 

আরও পড়ুন
জান্নাতের সুখ শান্তি
জান্নাতের প্রাসাদ কেমন হবে?

আদম (আ.)-এর সন্তানদের মধ্যে শিস (আ.) অন্যতম। আদম (আ.)-এর ইন্তেকালের পর শিস (আ.) নবী হন। (আল বিদায়া ওয়ান নিহায়া: ১/৯১)


বিজ্ঞাপন


(তথ্যসূত্র: গোলাম নবী কুমিল্লায়ী অনূদিত: উর্দু কাসাসুল আম্বিয়া, পৃষ্ঠা ২০-২১; সিরাত বিশ্বকোষ, ইসলামিক ফাউন্ডেশন: ১১/১৫৪)

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর