হজরত দানিয়াল (আ.) ছিলেন বনি ইসরাইলের একজন নবী। তিনি সেই নবী, যাঁর দাফনকার্য সম্পাদন করেছিলেন মহানবী (স.)-এর সাহাবিরা (রা.)। আবু বকর ইবনে আবিদদুনিয়া তাঁর রচিত ‘কিতাবু আহকামিল কুবুর’ গ্রন্থে আবুল আশআছের বরাতে লিখেছেন, রাসুলুল্লাহ (স.) বলেছেন, নবী দানিয়াল আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে তার দাফনকার্য যেন উম্মতে মুহাম্মদির হাতে সুসম্পন্ন হয়। পরবর্তীকালে আবু মুসা আশআরির হাতে তুস্তর নগরী বিজিত হলে তাঁর লাশ একটি সিন্দুকের মধ্যে দেখতে পান। এ সময় তাঁর দেহের শিরা ও কাঁধের মোটা রগ দুটি নড়াচড়া করছিল।
রাসুলুল্লাহ (স.) বলেছিলেন, ‘যে ব্যক্তি দানিয়ালের লাশ শনাক্ত করে দেবে, তাকে জান্নাতের সুসংবাদ দেবে।’ হারকুস নামক এক ব্যক্তি দানিয়ালের লাশ শনাক্ত করেছিলেন। আবু মুসা (রা.) ওমর (রা)-কে এ বিষয়ে অবহিত করেন। তখন ওমর (রা.) পত্র মারফত তাঁকে জানান যে দানিয়ালকে ওখানে দাফন করো এবং হারকুসকে আমার কাছে পাঠিয়ে দাও। কেননা, নবী কারিম (স.) তাঁকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। ইবনে কাসির (রহ) বর্ণনাটি আনার পর মন্তব্য করেছেন যে, এটি মুরসাল এবং এর বিশুদ্ধতার বিষয়ে আপত্তি আছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: নবী-রাসুলদের ব্যাপারে ১০ বিষয়ে বিশ্বাস রাখা জরুরি
ইবনে আবিদ দুনিয়া আম্বাসা ইবনে সাঈদ থেকে বর্ণনা করেন যে আবু মুসা মৃত দানিয়ালের সঙ্গে একটি আসমানি কিতাব, চর্বিভর্তি একটি কলস, কিছুসংখ্যক দিরহাম ও তাঁর ব্যবহৃত আংটি পান। এরপর ওমর (রা.)-কে এ সম্পর্কে অবহিত করে আবু মুসা (রা.) পত্র লিখেন। ওমর (রা.) চিঠির মাধ্যমে আবু মুসা (রা.)-কে জানান, আসমানি কিতাবটি আমাদের কাছে পাঠিয়ে দাও, চর্বির কিছু অংশ আমাদের জন্য পাঠাও এবং অবশিষ্ট অংশ থেকে আরোগ্য লাভের জন্য মুসলমানদের তোমার পক্ষ থেকে ব্যবহার করতে দাও, আর দিরহামগুলো তাদের মাঝে বণ্টন করো এবং আংটিটি তুমি ব্যবহার করো!
ভিন্ন সূত্রে ইবনে আবিদ দুনিয়া থেকে বর্ণিত, আবু মুসা (রা.) যখন দানিয়ালের লাশ পেলেন, তখন তিনি তা জড়িয়ে ধরেন ও চুম্বন করেন। অতঃপর তিনি ওমর (রা)-কে এ বিষয়ে অবহিত করেন এবং জানান যে তাঁর লাশের সঙ্গে প্রায় ১০ হাজার দিরহাম মূল্যের ধন-সম্পদ পাওয়া গেছে। বিভিন্ন লোক তা থেকে ধার নেয় এবং পরে ফেরত দিয়ে যায়। কেউ ফেরত না দিলে রোগে আক্রান্ত হয়। তার পাশে আতরভর্তি একটি কৌটাও রয়েছে। ওমর (রা.) আবু মুসাকে জানান যে তাকে বরই পাতা মেশানো পানি দ্বারা গোসল করিয়ে, কাফন পরিয়ে দাফন করো এবং তাঁর কবরটি এমনভাবে গোপন রাখো যেন কেউ তার সন্ধান না পায়। মালামাল সম্পর্কে জানান যে সেগুলো বায়তুলমালে জমা করো, আতরের কৌটা পাঠিয়ে দাও এবং আংটিটি তুমি নিজে ব্যবহার করো।
বিজ্ঞাপন
আবু মুসা (রা.) থেকে বর্ণিত আছে যে তাঁর নির্দেশক্রমে চারজন বন্দি নদীর মধ্যে বাঁধ দিয়ে তার তলদেশে কবর খুঁড়ে সেখানে দানিয়ালের লাশ দাফন করে। পরে আবু মুসা (রা.) ওই চার বন্দিকে ডেকে এনে হত্যা করে দেন। ফলে আবু মুসা আশআরি (রা.) ছাড়া উক্ত কবরের সন্ধান জানার মতো আর কেউ অবশিষ্ট থাকল না। ইবনে আবিদ দুনিয়া আবুজ-জিনাদ থেকে বর্ণনা করেন যে তিনি বলেছেন, আমি আবু মুসা আশআরির পুত্র আবু বুরদার হাতে একটি আংটি দেখেছি, যাতে দুটি সিংহ এবং সিংহদ্বয়ের মাঝে জনৈক ব্যক্তির চিত্র অঙ্কিত রয়েছে; আর সিংহ দুটি ওই লোকটিকে জিহ্বা দ্বারা চাটছে! আবু বুরদা বললেন, এটি ওই লোকটির আংটি, যাকে এই শহরের লোক দানিয়াল নামে জানে। তাঁকে দাফন করার সময় আবু মুসা (রা) তা নিজের কাছে তুলে রাখেন।
আরও পড়ুন: জাদুকররা নিজদলের নয় বলে রাজনীতি করেছিল ফেরাউন
আংটিতে দুটি সিংহ প্রসঙ্গে আবু বুরদা বলেন, আবু মুসা আশাআরি (রা) উক্ত জনপদের লোকজনের নিকট আংটিতে অংকিত এ চিত্রের কারণ জানতে চাইলে তারা জানায়, দানিয়ালের আবির্ভাবকালে দেশের যিনি শাসনকর্তা ছিলেন, তার নিকট জ্যোতিষী ও গণকদল এসে ভবিষ্যদ্বাণী করেছিল যে, অমুক রাত্রে আপনার রাজ্যে এমন একজন শিশুর জন্ম হবে, যে এ রাজ্যে বিপর্যয় সৃষ্টি করবে। রাজা বললেন, আল্লাহর কসম! ওই রাত্ৰে যত শিশুর জন্ম হবে, আমি তাদের সকলকে হত্যা করব। বাস্তবে রাজা তাই করলেন। অবশ্য, শিশু দানিয়ালকে রাজার লোকজন সিংহ পালের মধ্যে নিক্ষেপ করে চলে যায়। কিন্তু সিংহ তার কোনো ক্ষতি করল না; বরং দুটি সিংহ শিশুটিকে জিহ্বা দ্বারা চেটে সুস্থ রাখে। অতঃপর শিশুটির মা এসে সন্তানকে এ অবস্থায় দেখে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যান। এভাবে আল্লাহ দানিয়ালকে রক্ষা করেন এবং স্বীয় ইচ্ছা কার্যকর করেন। আবু মুসা (রা) বলেন, ওই জনপদের লোকজন জানায় যে, দানিয়ালের প্রতি আল্লাহর এ অনুগ্রহ স্মৃতিতে ধরে রাখার জন্যে দানিয়াল তাঁর আংটিতে নিজেকে সিংহদ্বয়ের চাটারত অবস্থা চিত্রাঙ্কিত করে রাখেন।
(সূত্র: আল বিদায়া ওয়ান নিহায়া: আরবি-২/২৭৭-২৭৮, বাংলা-৮৬-৮৭)

