সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হারানো জিনিস ফিরে পাওয়ার দোয়া

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৩, ০১:৩৭ পিএম

শেয়ার করুন:

হারানো জিনিস ফিরে পাওয়ার দোয়া

মানুষ মূল্যবান কিছু হারিয়ে ফেললে বা পছন্দের কোনো জিনিস হারিয়ে ফেললে মনঃকষ্টে ভোগেন। তাৎক্ষণিকভাবে স্থানীয় সরকারি দায়িত্বশীল বা পুলিশ প্রশাসনের সাহায্য নেন কেউ কেউ। এসব ব্যবস্থা নিতে ইসলাম নিষেধ করে না। পাশাপাশি এ সংক্রান্ত দোয়া ও আমলের উল্লেখ পাওয়া যায় সাহাবিদের জীবনে। যা আমরাও আমল করতে পারি। বস্তুত আল্লাহ চাইলে সবকিছুই সম্ভব এবং সাহাবিদের অনুসরণ সবসময় মঙ্গলজনক। 

আবদুল্লাহ ইবনে উমর (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, ‘কারো কোনো কিছু হারিয়ে গেলে সে যেন অজু করার পর‌ দুই রাকাত নামাজ আদায় করে এবং তাশাহুদ পড়ার পর নিম্নোক্ত দোয়াটি পাঠ করে— بسم الله يا هادي الضلال وراد الضالة اردد علي ضالتي بعزتك وسلطانك فإنها من عطائك وفضلك ‘বিসমিল্লাহি ইয়া হাদিয়াদ দ্বালাল, ওয়া রা-দ্দাদ দ্বাল্লাহ; উরদুদ আলাইয়া দ্বাল্লাতি, বিইজ্জাতিক ওয়া সুলতানিকা; ফাইন্নাহা মিন আত্বায়িকা ও ফাদ্বলিক।’ অর্থ: ‘আল্লাহর নামে শুরু। হে হারানো জিনিসের সন্ধানদাতা, হারানো বস্তু প্রত্যাবর্তনকারী; আপনার সম্মান ও ক্ষমতার ওসিলা দিয়ে প্রার্থনা করছি, আপনি আমাকে আমার হারানো জিনিসটি ফিরিয়ে দিন। এটি আপনার দান এবং অনুগ্রহ।’ (মুসান্নাফে ইবনে আবি শায়বা ও‌ তাবারানি; ইমাম হাকিম (রহ.) বলেন, এর বর্ণনাকারীগণ সকলেই নির্ভরযোগ্য মাদানি। ইমাম বায়হাকি বলেন, এটির সনদ হাসান। সূত্র: আল‌ ওয়াবিলুস সাইয়েব: ১৯১)


বিজ্ঞাপন


আরও পড়ুন: আল্লাহর অনুগ্রহ যার প্রাপ্য

লক্ষণীয়, এ হাদিসটি ইবনে উমর (রা.) পর্যন্ত মাউকুফ (হাসান) হিসেবে সাব্যস্ত। অর্থাৎ এটি ইবনে উমর (রা.) এর আমল হিসেবে প্রমাণিত। কিন্তু মারফু তথা রাসুল (স.)-এর মুখনিঃসৃত হাদিস বা আমল হিসেবে জইফ; যেমনটি হায়সামি তার মাজমাউয জাওয়ায়েদ গ্রন্থে উল্লেখ করেছেন। সুতরাং এ হাদিসের ওপর আমল করায় কোনো দোষ নেই। কেননা মহান আল্লাহ বলেন, ‘আর তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো।’ (সুরা বাকারা: ৪৫)

তবে রাসুলুল্লাহ (স.) যেকোনো বিপদাপদে নামাজে দাঁড়িয়ে যেতেন বলে হাদিসে প্রমাণিত। সুতরাং কোনো কিছু হারিয়ে গেলে দুই রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে দোয়া করা যায়। যেমন—لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ، إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ ‘লাইলা-হা ইল্লা আনতা সুবহা-নাকা ইন্নি কুনতু মিনাজ্জালিমীন।’ অর্থ: ‘তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তুমি পবিত্র সুমহান। নিশ্চয়ই আমি সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত।’ (সুরা আম্বিয়া: ২১/৮৭) 

আরও পড়ুন: উত্তম জীবন যাপনের দোয়া


বিজ্ঞাপন


অথবা এই দোয়াও করা যায়— إِنَّا لِلهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ اَللّٰهُمَّ أْجُرْنِيْ فِيْ مُصِيبَتِيْ وَأَخْلِفْ لِيْ خَيْرًا مِنْهَا ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন। আল্লাহুম্মা'জুরনী ফী মুছীবাতী ওয়া আখলিফ লী খাইরাম মিনহা।’ অর্থ: ‘নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আমরা তার দিকেই ফিরে যাবো। হে আল্লাহ! আপনি আমাকে আমার এই মসিবতের প্রতিদান দিন এবং তার বদলায় আরো ভালো কিছু দিন।’ (সহিহ মুসলিম: ২১৬৬)

আল্লাহ তাআলা আমাদের সবরকম বিপদাপদ থেকে রক্ষা করুন, হারানো জিনিস ফিরে পাওয়ার দোয়া কবুল করুন অথবা এর চেয়েও উত্তম কিছু দিয়ে মনঃকষ্ট দূর করে দিন। আমিন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর