শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

২০০ কোটি নেকি লাভের দোয়া

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৩, ১২:৪৯ পিএম

শেয়ার করুন:

২০০ কোটি নেকি লাভের দোয়া

উম্মতে মুহাম্মদির হায়াত কম হলেও অজস্র নেকি লাভের উপায় রয়েছে। প্রিয়নবী (স.) ছোট ছোট কিছু দোয়া, জিকির-আজকার শিখিয়ে দিয়েছেন যেগুলো আমল করলে অল্পতেই অনেক সওয়াব লাভ করা যায়। তেমনই একটি দোয়ার কথা উল্লেখ করা হচ্ছে এখানে। যে দোয়াটি পাঠ করলে ২০০ কোটি নেকি লাভ হবে ইনশাআল্লাহ।

দোয়াটি হলো—اللَّهُمَّ اغفِر لِلمُؤمِنِينَ وَالمُؤمِنَاتِ ‘আল্লাহুম্মাগফির লিল মু’মিনিনা ওয়াল মু’মিনাত।’ অর্থ: ‘হে আল্লাহ! আপনি মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে ক্ষমা করুন।’

আরও পড়ুন: মানসিক চাপে ঘুম না আসলে যে দোয়া পড়বেন

হজরত ওবাদা ইবনে সামেত (রা.) থেকে বর্ণিত তিনি বলেন, প্রিয়নবী (স.) ইরশাদ করেছেন, ‘যে ব্যক্তি মুমিন পুরুষ ও নারীদের জন্য ক্ষমা প্রার্থনা করবে আল্লাহ তাআলা প্রত্যেক মুমিন পুরুষ ও নারীর জন্য দোয়া করার পরিবর্তে ১টি করে নেকি দান করবেন।’ (আর বর্তমান পৃথিবীতে মুসলমানদের সংখ্যা প্রায় ২০০ কোটি। অতএব দোয়াটি একবার পাঠ করলে ২০০ কোটি নেকি লাভ হবে।)

(আল মুজামুল কাবির লিত-তিবরানি: ৫০৯২; মাজমাউজ জাওয়ায়েদ লিল হাইসামি: ১০/২১০; মুসনাদুশ শামিয়্যিন লিত-তিবরানি: ২১৫৫)

আরও পড়ুন: সন্তানের জন্য পাঁচটি দোয়া করতে ভুলবেন না


বিজ্ঞাপন


উল্লেখ্য, ইমাম হাইসামি বলেন, হাদিসটির সনদ উত্তম (অর্থাৎ দলিলযোগ্য ও আমল করার উপযুক্ত)। (মাজমাউজ জাওয়ায়েদ: ১০/২১০)
শায়খ আলবানি (রহ)ও হাদিসটিকে হাসন (দলিলযোগ্য ও আমল করার উপযুক্ত) বলেছেন। (সহিহুল জামে: ৫/২৪২)

আল্লাহ তাআলা আমাদেরকে দোয়াটি বেশি বেশি পড়ার মাধ্যমে সীমাহীন নেকি লাভ করার তাওফিক দান করুন। আমিন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর