রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

দরুদে ইবরাহিম কি শুধু নামাজের জন্য?

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২৩, ০৬:৩৪ পিএম

শেয়ার করুন:

দরুদে ইবরাহিম কি শুধু নামাজের জন্য?

নবীজির ওপর দরুদ পাঠ অন্যতম নেক আমল। হাদিসে এর বিশেষ গুরুত্ব ও ফজিলত বর্ণিত হয়েছে। পবিত্র কোরআনেও দরুদ ও সালাম দেওয়ার তাগিদ দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ‘নিঃসন্দেহে আল্লাহ ও তাঁর ফেরেশতারা নবীর ওপর দরুদ পাঠান, হে ঈমানদার ব্যক্তিরা, তোমরাও নবীর ওপর দরুদ পাঠাতে থাকো এবং উত্তম অভিবাদন (সালাম) পেশ করো।’ (সুরা আহজাব: ৫৬)

আল্লাহ তাআলার এই নির্দেশ একদিকে যেমন আল্লাহর কাছে তাঁর রাসুলের মর্যাদার প্রমাণ অন্যদিকে মুমিন বান্দার রহমত, বরকত ও অবারিত কল্যাণ লাভের অন্যতম উপায়। হজরত আনাস (রা.) বলেন, রাসুলুল্লাহ (স.) ইরশাদ করেছেন, ‘যে আমার ওপর একবার দরুদ পড়বে আল্লাহ তার ওপর ১০টি রহমত নাজিল করবেন, তার ১০টি গুনাহ ক্ষমা করা হবে এবং ১০টি দরজা বুলন্দ হবে।’ (নাসায়ি: ১/১৪৫; মুসনাদে আহমদ: ৩/১০২; মুসান্নাফ ইবনে আবি শাইবা: ২/৪৩)


বিজ্ঞাপন


আরও পড়ুন: আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া ‘গুনাহের কাজ’

প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজে দরুদে ইবরাহিম পাঠ করা সুন্নতে মুয়াক্কাদা। হজরত আবু মুহাম্মদ কাব ইবনে উজরাহ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (স.) (একদা) আমাদের কাছে এলেন। আমরা বললাম, ‘হে আল্লাহর রসূল! আপনার প্রতি কীভাবে সালাম পেশ করতে হয় তা জেনেছি, কিন্তু আপনার প্রতি দরুদ কিভাবে পাঠাব?’ তিনি বললেন, ‘তোমরা বলো- اَللّهُمَّ صَلِّ عَلى مُحَمَّدٍ وَّعَلى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلى إِبْرَاهِيْمَ وَعَلى آلِ إِبْرَاهِيْمَ إِنَّكَ حَمِيْدٌ مَجِيْدُ، اَللّهُمَّ بَارِكْ عَلى مُحَمَّدٍ وَّعَلى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلى إِبْرَاهِيْمَ وَعَلى آلِ إِبْرَاهِيْمَ إِنَّكَ حَمِيْدٌ مَّجِيْدٌ 

উচ্চারণ: ‘আল্লা-হুম্মা সাল্লি আলা মুহাম্মাদিঁউ অআলা আ-লি মুহাম্মাদ, কামা স্বল্লাইতা আলা ইবরা-হীমা অ আলা আ-লি ইবরা-হিম, ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লা-হুম্মা বা-রিক আলা মুহাম্মাদিঁউ অআলা আ-লি মুহাম্মাদ, কামা বা-রাকতা আলা ইবরা-হিমা অ আলা আ-লি ইবরা-হিম, ইন্নাকা হামিদুম মাজিদ।’

আরও পড়ুন: জুমার দিন সুরা কাহাফ ও দরুদপাঠের ফজিলত
 
অর্থ: ‘হে আল্লাহ! তুমি মুহাম্মদ ও তার বংশধরের উপর রহমত বর্ষণ কর, যেমন তুমি হজরত ইব্রাহিম ও তাঁর বংশধরের উপর রহমত বর্ষণ করেছ। নিশ্চয় তুমি প্রশংসিত গৌরবান্বিত।’ (বুখারি: ৩৩৭০, মুসলিম: ৪০৬, তিরমিজি: ৪৮৩, নাসায়ি: ১২৮৭, আবু দাউদ: ৯৭৬)


বিজ্ঞাপন


সমাজে কিছু সংখ্যক মানুষের ধারণা রয়েছে নামাজে যেই দরুদে ইবরাহিম পাঠ করা হয় তা নামাজের বাইরে অন্য কোথাও পাঠ করা যাবে না। কিন্তু এমন ধারণাকে সম্পূর্ণ ভিত্তিহীন বলেছেন আলেমরা। তাদের মতে, দরুদে ইবরাহিম শুধু নামাজের জন্য নির্দিষ্ট এবং নামাজের জন্যও সীমাবদ্ধ নয়।

নামাজে কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাকবির ইত্যাদি বিষয় যেমন আদায় করা হয় আবার নামাজের বাইরেও এসব আদায় করতে অসুবিধা নেই, তেমনি দরুদে ইবরাহিমও নামাজের বাইরে পাঠ করতে অসুবিধা নেই। (সূত্র: প্রচলিত ভুল, আলকাউসার, ৮/৮)

আল্লাহ তাআলা আমাদেরকে নবীজির ওপর বেশি বেশি দরুদ পাঠ করার তাওফিক দান করুন। আমিন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর