পবিত্র কোরআনে এমন কিছু আয়াত রয়েছে, যেগুলো তেলাওয়াত করলে বা শুনলে মুমিন পাঠক ও শ্রোতাকে আল্লাহর উদ্দেশ্যে একটি সেজদা করতে হয়। একে সেজদায়ে তেলাওয়াত বা তেলাওয়াতে সেজদা বলা হয়। এই সেজদা করা ওয়াজিব। নবী (স.) তেলাওয়াতের সেজদায় গিয়ে দোয়া পড়তেন। নবীজির উম্মত হিসেবে আমাদের জন্যও তেলাওয়াতের সেজদায় ওই দোয়া পড়া সুন্নত।
বিজ্ঞাপন
দোয়াটি হলো— سَجَدَ وَجْهِي لِلَّذِي خَلَقَهُ وَشَقَّ سَمْعَهُ وَبَصَرَهُ بِحَوْلِهِ وَقُوَّتِهِ ‘সাজাদা ওয়াজহিয়া লিল্লাজি খালাকাহু, ওয়া শাক্কা সামআহু, ওয়া বাসারাহু বিহাওলিহি ওয়া কুওয়াতিহি।’ অর্থ: ‘সেই মহান সত্তার উদ্দেশে আমার মুখমণ্ডল সেজদা করল, যিনি তাকে সৃষ্টি করেছেন এবং নিজের প্রবল ক্ষমতায় তার মাঝে শোনার শক্তি ও দেখার শক্তি দান করেছেন।’
আরও পড়ুন: জীবনে তিনটি দোয়া বেশি পড়েছেন নবীজি
আয়েশা (রা.) বলেন, রাতে নবী (স.) সেজদার আয়াত পাঠ করার পর সেজদায় এই দোয়া বলতেন। (তিরমিজি: ৩৪২৫) আল্লাহ তাআলা আমাদের সবাইকে উল্লেখিত দোয়া মুখস্থ করার এবং তেলাওয়াতে সেজদায় পড়ার তাওফিক দান করুন। আমিন।

