সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার সওয়াব

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২২, ০৪:২৯ পিএম

শেয়ার করুন:

মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার সওয়াব

ইসলাম সব মানুষকেই সম্মান দিতে বলেছে। জীবিত-মৃত কেউ এর বাইরে নয়। মৃত্যুর পরে লাশের প্রতি মানবতা দেখানো ইসলাম ধর্মের এক অনন্য বৈশিষ্ট্য। তাই ইসলামী আইনের একটি নীতি হলো, ‘মানবসন্তান জীবিত বা মৃত হোক সম্মানের পাত্র বলে গণ্য হবে।’ (আল মাবসুত, ৫৯/২)

কোনো মুসলিম ইন্তেকাল করলে সুন্দরভাবে তার কাফন-দাফনের ব্যবস্থা করা মুসলিমদের দায়িত্ব। কেউ কবর খননের জন্য এগিয়ে আসবেন, কেউ কাফনের ব্যবস্থা করবেন, কেউ বা গোসল দেবেন মৃত ব্যক্তিকে। এভাবে সবাই মিলে মৃত ব্যক্তির সুন্দর কাফন-দাফনের ব্যবস্থা করবেন। জানাজায় শরিক হওয়া, মাগফেরাতের দোয়া করা, দাফন পর্যন্ত উপস্থিত থাকা—এসব মুসলিমের উপর মুসলিমের হক। এসব আমলের ভিন্ন ভিন্ন ফজিলত বর্ণিত হয়েছে হাদিসে। এর মধ্যে গোসল দেওয়ার ফজিলত বিশেষ গুরুত্ব পেয়েছে। হাদিসের ভাষ্যমতে, মৃত ব্যক্তিকে যিনি গোসল করাবেন, তার গুনাহ একবার দুইবার না, চল্লিশবার ক্ষমা করা হবে।


বিজ্ঞাপন


রাসুলুল্লাহ (স.) ইরশাদ করেন, যে ব্যক্তি কোনো মুসলিমকে (মৃত ব্যক্তিকে) গোসল দেবে এবং তার দোষ-ত্রুটি গোপন করবে আল্লাহ চল্লিশবার তার গুনাহ মাফ করবেন। আর যে ব্যক্তি কবর খনন করবে এবং তাকে কবরে রাখবে আল্লাহ তাকে কেয়ামত পর্যন্ত তার বাসস্থানের ব্যবস্থা করার সওয়াব দান করবেন। আর যে ব্যক্তি কাফনের ব্যবস্থা করবে কেয়ামতের দিন আল্লাহ তাকে মিহি ও পুরু রেশমের কাপড় পরাবেন। (সুনানে কুবরা, বায়হাকী: ৬৬৫৫; মুসতাদরাকে হাকেম: ১৩৪০)

আরও পড়ুন: জানাজায় উপস্থিত হওয়ার সওয়াব

গোসল মৃত ব্যক্তির অন্যতম অধিকার। পৃথিবীতে সর্বপ্রথম আদম (আ.)-কে মৃত্যুর পর ফেরেশতারা গোসল দিয়েছেন। জীবিতদের জন্য তা অনেক বড় সওয়াবের কাজ। রাসুল (স.) ইরশাদ করেছেন, ‘আদম (আ.)-কে ফেরেশতারা পানি ও বরইপাতা দিয়ে গোসল দিয়েছেন। তাঁরা তাঁকে কাফন দিয়েছেন, ‘লাহদ’ কবরে দাফন করেছেন এবং তাঁরা বলেছেন, হে আদমের সন্তানরা, মৃতদের ব্যাপারে এটা তোমাদের সুন্নত তথা করণীয়।’ (তাবরানি: ৮২৬১)

পড়ুন: মৃত ব্যক্তির ছবি ফেসবুকে প্রচার জায়েজ?


বিজ্ঞাপন


আল্লাহ তাআলা মুসিলম উম্মাহকে মৃত ব্যক্তির হক যথাযথ আদায় করার তাওফিক দান করুন। গোসল, দাফন-কাফন ও মৃত ব্যক্তির জন্য দোয়া করার মাধ্যমে হাদিসে বর্ণিত ফজিলত লাভ করার তাওফিক দান করুন। আমিন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর