শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ঢাকা

সেজদাতে বাংলায় দোয়া করা যাবে?

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২২, ১২:১২ পিএম

শেয়ার করুন:

সেজদাতে বাংলায় দোয়া করা যাবে?

ইসলামি শরিয়তে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ। আর নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো সেজদা। কেননা সেজদায় আল্লাহ তাআলা বান্দার অধিক নিকটবর্তী হন। অন্য সময়ের চেয়ে সেজদারত অবস্থায় দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই নবীজি (স.) তাঁর প্রিয় উম্মতকে সেজদায় বেশি বেশি দোয়া করতে বলেছেন। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, নবী (স.) বলেছেন, ‘সেজদা অবস্থায় বান্দা আপন প্রভুর অধিক নিকটতম হয়ে থাকে। সুতরাং (ওই অবস্থায়) তোমরা বেশি বেশি দোয়া করো।’ (সহিহ মুসলিম: ১/৩৫৮, হাদিস: ১১১১)

রাসুল (স.) সেজদায় গিয়ে নির্ধারিত তাসবিহসহ বিভিন্ন দোয়া পাঠ করতেন। যেমন—
১) আল্লাহুম্মাগফিরলি জামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আওয়ালাহু ওয়া আখিরাহু।’ (তাহাবি: ১৩০৭, আবু দাউদ: ৮৭৮, সহিহ মুসলিম: ১১১২)
২) ‘সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মাগফিরলি’ (বুখারি: ৭৬১; মুসলিম: ৪৮৪)
৩) সুব্বুহুন কুদ্দুসুন রাব্বুল মালাইকাতি ওয়ার রুহ। (মুসলিম: ৪৮৭; আবু দাউদ: ৮৭৩)


বিজ্ঞাপন


আরও পড়ুন: যে দোয়া পড়লে জান্নাত ওয়াজিব

দোয়ার ব্যাপারে নবী কারিম (স.) থেকে যেসব রেওয়ায়েত পাওয়া যায়, তা নফল নামাজের সেজদার সাথে সম্পর্কিত। তাই সেজদায় যদি দোয়া করতেই হয় তাহলে নফল নামাজের সেজদায় করা এবং আরবি ভাষায় কোরআন-হাদিসে বর্ণিত দোয়াগুলো করা উচিত। আর কোরআন হাদিসে বর্ণিত দোয়া জানা না থাকলে নামাজের বাইরে মোনাজাতে বাংলায় প্রার্থনা করতে নিষেধাজ্ঞা নেই। তবে, নামাজে দোয়া করলে আরবিতেই করতে হবে। কেননা ইবাদত আরবি ছাড়া অন্য ভাষায় আদায় করার বিধান নেই। নামাজে যা কিছু করা হয় তা শরিয়ত নির্ধারিত এবং সবকিছু ইবাদতের অংশ। সুতরাং অন্য ভাষায় দোয়া করলে নামাজ হবে না। (আদদুররুল মুখতার: ২/২৩৩-২৩৪,  ফতোয়ায়ে হিন্দিয়া: ২/৩, বাহরুর রায়েক: ১/৫৭৬; ফতোয়ায়ে শামি: ১/৫২১)

আরও পড়ুন: রাতে যে নিয়মে দোয়া করলে আল্লাহ ফিরিয়ে দেন না

শুধু বাংলা নয়, ইংরেজি, উর্দু, ফার্সি, চায়না কোনো ভাষাতেই নামাজের ভেতরে দোয়া করা জায়েজ নেই। আবার তাহাজ্জুদসহ সকল নফল নামাজে সেজদায় গিয়ে কোরআন-হাদিসে আছে—এমন দোয়ার সমার্থক শব্দের মাধ্যমে দোয়া করা যাবে। (হালাবি কাবির: ৩৩৫)


বিজ্ঞাপন


আখেরাতের জন্য দোয়া করা যাবে। কিন্তু দুনিয়াবি দোয়া করা যাবে না। নবী কারিম (স.) ইরশাদ করেছেন, নিশ্চয়ই এ নামাজে মানুষের কথাবার্তার মতো কথা বলা উচিত নয়। নিশ্চয়ই এটি তাসবিহ, তাকবির এবং কোরআন তেলাওয়াতের স্থান। (সহিহ মুসলিম: ৫৩৭)

আরও পড়ুন: চোখ-কান-অন্তরের অনিষ্ট থেকে বাঁচার দোয়া

থানবি (রহ.) বলেন, ‘উক্ত হাদিস প্রমাণ বহন করে যে, নামাজের ভেতর দুনিয়াবি কথাবার্তা বলা জায়েজ নেই। সুতরাং দুনিয়াবি দোয়া যেটা মানুষের কথার সঙ্গে সাদৃশ্য রাখে, সেটি বলাও জায়েজ নেই।’ আসলে নামাজে গিয়ে আরবি ছাড়া অন্য ভাষায় দোয়ার স্বপক্ষে কোনো সাহাবি কিংবা তাবেয়ি আমল করেছেন বা সমর্থন করেছেন মর্মে দলিল নেই। হাদিসে নবীজি (স.) উম্মতকে নিজ নিজ পছন্দ অনুযায়ী দোয়া করতে বলেছেন—এর অর্থ এমন নয় যে, অন্য ভাষায় করতে বলেছেন। এই জায়গাটায় বর্তমান আলেমদের কেউ কেউ ভুল বুঝে থাকেন। 

উপরোক্ত আলোচনা থেকে এ বিষয়টি স্পষ্ট যে, নামাজের সেজদায় আরবিতেই দোয়া করতে হবে। সুতরাং আমরা যারা আরবি দোয়া পারি না, তারা সুরা, তাশাহুদের মতো আরবি দোয়াও শিখে নেওয়ার চেষ্টা করবো। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সেই তাওফিক দান করুন। আমিন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর