রোববার, ১৯ মে, ২০২৪, ঢাকা

জান্নাতে নবীজির আগে বেলালের পায়ের শব্দ, রহস্য কী?

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২২, ০১:৩৯ পিএম

শেয়ার করুন:

জান্নাতে নবীজির আগে বেলালের পায়ের শব্দ, রহস্য কী?

হজরত বেলাল (রা.) ছিলেন আফ্রিকার ইথিওপিয়ান (হাবশা) বংশোদ্ভূত অসহায় একজন কৃষ্ণাঙ্গ দাস। তার মালিক ছিল উমাইয়া ইবনে খালফ। হজরত বেলাল প্রথম ইসলাম গ্রহণকারীদের একজন এবং মসজিদে নববীর মুয়াজ্জিন।

পরকালে বিশ্বাসী যেকোনো বান্দার জন্য জান্নাতের সুসংবাদের চেয়ে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না। আর সেই সুসংবাদ যখন পান বেলালের মতো এক কালো ও অসুন্দর মানুষ, স্বভাবতই প্রশ্ন আসে, কী এমন আমল করতেন তিনি, যার কারণে বেহেশতে পায়চারি করছেন?


বিজ্ঞাপন


একদিন সকালে বেলাল (রা.)-এর কাছে বিষয়টি জানতে চাইলেন মহানবী (স.)। আবু হুরায়রা (রা.) বর্ণিত হাদিসে রাসুলুল্লাহ (স.) বিলালকে ফজরের সালাতের সময় ইরশাদ করলেন—

হে বেলাল! ইসলাম কবুল করার পর তুমি এমন কী ‘আমল করেছ, যার কারণে অনেক সওয়াব হাসিলের আশা করতে পারো। কেননা, আমি আমার সামনে জান্নাতে তোমার জুতার শব্দ শুনতে পেয়েছি। (এ কথা শুনে) বেলাল বললেন, আমি তো অতি আশা করার মতো কোনো আমল করিনি। তবে, রাতে বা দিনে যখনই অজু করেছি, সাধ্যমতো সে অজু দিয়ে (তাহিয়্যাতুল অজুর) সালাত আদায় করেছি। (মেশকাত: ১৩২২, সহিহ বুখারি: ১১৪৯, মুসলিম: ২৪৫৮, সহিহ আত তারগীব: ২২৬, আহমদ: ৮৪০৩, ইবনু খুযায়মাহ: ১২০৮)

এ কথা শুনে রাসুলুল্লাহ (স.) বললেন, ‘এ কাজের জন্যই (জান্নাতে আমার আগে আগে তোমার শব্দ শুনলাম)। (ইবনে খুজায়মা, সহিহ তারগিব)

উল্লেখিত হাদিসের আলোকে বোঝা যায়, মুমিন ব্যক্তির অজু ছুটে গেলে পুনরায় অজু করা এবং আজানের পর মসজিদে গিয়ে ২ রাকাআত নামাজ আদায়ে অনেক মর্যাদা রয়েছে। আর এ দুটি কাজ কঠিন কিছু না। আশা করা যায়, এ আমল নিয়মিত করলে আল্লাহ তাআলা হজরত বেলাল (রা.)-এর মতো মর্যাদা মুমিন মুসলমানকে দান করবেন।


বিজ্ঞাপন


হজরত সাওবান (রা.) বর্ণনা করেন, রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘তোমরা (দ্বিনের প্রত্যেক বিষয়ে) কর্তব্যনিষ্ঠ হও। আর তাতে কখনোই পূর্ণ সক্ষম হবে না। জেনে রেখো! তোমাদের সর্বশ্রেষ্ঠ আমল নামাজ। আর মুমিন ছাড়া কেউ অজুর হেফাজত করে না।’ (ইবনে মাজাহ, মুসতাদরেকে হাকেম, তারগিব)

হাদিসে উল্লেখিত ফজিলত পেতে অজু যেন পরিপূর্ণ হয়, সেদিকেও খেয়াল রাখা উচিত। সুন্নত তরিকায় অজু করলে মহাপুরষ্কারের ঘোষণা এসেছে হাদিসে। হজরত ওমর (র.) হতে বর্ণিত, রাসুলুল্লাহ (স.) বলেছেন—

“তোমাদের মধ্যে যে ব্যক্তি পূর্ণাঙ্গভাবে অজু করে, অতঃপর বলে—‘আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলুহ।’ তার জন্যে জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে। যে দরজা দিয়ে ইচ্ছা, সে প্রবেশ করতে পারবে।” (মুসলিম: ১৭ – ২২৪, মিশকাত,পৃ.নং-৩৯)

অজুর নিয়ম সুন্দরভাবে বলা হয়েছে হজরত ওসমান (রা.) বর্ণিত একটি হাদিসে। হাদিসটি হলো—ওসমান ইবনে আফফান (রা.) থেকে বর্ণিত যে, তিনি অজুর পানি চাইলেন। এরপর অজু করতে শুরু করলেন। (বর্ণনাকারী বলেন), তিনি ওসমান (রা.) তিনবার তার হাতের কজি পর্যন্ত ধুলেন, এরপর কুলি করলেন এবং নাক ঝাড়লেন। এরপর তিনবার তার মুখমণ্ডল ধুলেন এবং ডান হাত কনুই পর্যন্ত তিনবার ধুলেন। অতঃপর বাম হাত অনুরূপভাবে ধুলেন। অতঃপর তিনি মাথা মাসেহ করলেন। এরপর তার ডান পা টাখনু পর্যন্ত তিনবার ধুলেন- অতঃপর একইভাবে বাম পা ধুলেন, তারপর বললেন, আমি রাসুলুল্লাহ (স.)-কে আমার এ অজুর মতো অজু করতে দেখেছি এবং অজুশেষে রাসুলুল্লাহ (স.) বলেছেন, যে ব্যক্তি আমার এ অজুর মতো অজু করবে এবং একান্ত মনোযোগের সাথে দুরাকাআত সালাত আদায় করবে, সে ব্যক্তির পেছনের সকল গুনাহ মাফ করে দেয়া হবে।

ইবনু শিহাব বলেন, আমাদের ‘আলিমগণ বলতেন যে, সালাতের জন্যে কারোর এ নিয়মের অজুই হল পরিপূর্ণ অজু (মুসলিম: ৪২৬-(৩/২২৬)

এখানে উল্লেখ্য, সর্বপ্রথম জান্নাতি বেলাল হবেন না। হজরত বেলালের আমলে আল্লাহ খুশি, সেজন্যই নবীজিকে দেখানো হয়েছে যে, তাঁর প্রিয় সাহাবী বেলালের আমলের সম্মান কতটুকু। কিন্তু চিরসুখের ও অনিঃশেষ শান্তির আধার জান্নাতের প্রবেশাধিকার সর্বপ্রথম যিনি লাভ করবেন, তিনি হলেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী মুহাম্মাদ (স.)। হাদিসে এসেছে—

আমি সর্বপ্রথম জান্নাতের দরজায় করাঘাত করব। ...আমিই জান্নাতে প্রথম সুপারিশকারী হব।’ তিনি আরো বলেন, ‘আমি জান্নাতের নিকট এসে তার দরজা খুলতে বলব। দারোয়ান ফেরেশতা বলবেন, কে আপনি? আমি বলব, ‘মুহাম্মাদ। দারোয়ান বলবেন, আমি আদিষ্ট হয়েছি, যেন আপনার পূর্বে অন্য কারো জন্য দরজা না খুলি। (মুসলিম: ১৯৭)

রাসুল (স.) আরও বলেন, ‘আমরা (দুনিয়ায়) সর্বশেষে এসেছি, সর্বপ্রথম কেয়ামতে (আখেরাতে) উপস্থিত হব এবং আমরাই সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করব।’ (বুখারি: ২৩৮; মুসলিম: ৮৫৫)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হজরত বেলালের মতো নামাজ ও ওজুর যথাযথ হেফাজত করার তাওফিক দান করুন। আমিন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর