সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শয়তান যেখানে জমিয়ে আড্ডা দেয়

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৪ আগস্ট ২০২২, ০৪:৪৬ পিএম

শেয়ার করুন:

শয়তান যেখানে জমিয়ে আড্ডা দেয়
প্রতীকী ছবি

শয়তান মুমিনের প্রকাশ্য শত্রু। মুমিনের ইবাদত ধ্বংস করাই তার একমাত্র কাজ। মানুষের পরীক্ষা গ্রহণের জন্যই আল্লাহ তাআলা অভিশপ্ত শয়তানকে সৃষ্টি করেছেন। যারা শয়তানের ধোঁকা ও প্রতারণামুক্ত থাকবে তারাই হবে সফলকাম। হাদিসের ভাষ্য অনুযায়ী, শয়তান জমিয়ে আড্ডা দেওয়ার জন্য একটি স্থানকে বেছে নেয়। সেই স্থানটি হলো বাজার।

বিশুদ্ধ বর্ণনা অনুযায়ী, বাজার বা মার্কেট হলো আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় জায়গা। এটি এমন একটি জায়গা, যা মানুষকে আল্লাহর জিকির ও ইবাদত থেকে ভুলিয়ে রাখে। মানুষের বেশি দুনিয়াপ্রীতির কারণে বাজারগুলো হয়ে উঠেছে ধোঁকা, প্রবঞ্চনা, মিথ্যাচার, বিশ্বাসঘাতকতা ও পাপাচারের স্থান। পাশাপাশি পর্দার লঙ্ঘন তো আছেই।


বিজ্ঞাপন


আরও পড়ুন: মিথ্যার নানা দিক ও পরিণাম

তথাপি জীবনের তাগিদে মানুষকে বাজারে যেতে হয়। বেচা-কেনা করতে হয়। কিন্তু ব্যবসা-বাণিজ্য কিংবা কেনাকাটা করতে গিয়ে আল্লাহর বিধান ভুলে গেলে চলবে না। বাজার ও মার্কেট এমন স্থান, যেখানে শয়তানের আড্ডা জমে। সালমান ফারসি (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (স.) ইরশাদ করেছেন, তুমি যদি পারো, সর্বপ্রথম বাজারে প্রবেশকারী হবে না এবং সেখান থেকে সর্বশেষ প্রস্থানকারী হবে না (অর্থাৎ পরে যাবে, কিন্তু আগে আসবে)। কেননা বাজার শয়তানের আড্ডাস্থল। সেখানে সে নিজের ঝাণ্ডা গেড়ে বসে। (বুখারি: ৩৬৩৪, মুসলিম: ২৪৫১)

আরও পড়ুন: জাহান্নামের আগুন থেকে পরিবারকে বাঁচাবেন যেভাবে

তবে হ্যাঁ, প্রয়োজনে বাজার কিংবা মার্কেটে যেতে হবে, কিন্তু সেখানেও আল্লাহকে স্মরণ করবে। বাজারে গমনের আগে দোয়া পড়বে। রাসুল (স.) বলেছেন, যে ব্যক্তি বাজারে প্রবেশ করে বলবে, لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكُ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ يُحْيِي وَيُمِيتُ وَهُوَ حَىٌّ لاَ يَمُوتُ بِيَدِهِ الْخَيْرُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ  ‘লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ইয়ুহয়ি ওয়া ইউমিতু ওয়াহুয়া হাইয়ু লা ইয়ামূতু বিয়াদিহিল খাইর, ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদির’ (অর্থ: আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি এক, তাঁর কোনো শরিক নেই, রাজত্ব তাঁরই, সব প্রশংসা তাঁর। তিনি জীবিত করেন এবং মৃত্যু দেন। তিনি চিরঞ্জীব, তাঁর মৃত্যু নেই। তাঁর হাতেই সব কল্যাণ। তিনি সর্বময় ক্ষমতার অধিকারী)—এই দোয়া পড়বে, আল্লাহ তার জন্য ১০ লাখ নেকি বরাদ্দ করেন, ১০ লাখ গুনাহ মাফ করেন এবং তার ১০ লাখ মর্যাদা বৃদ্ধি করবেন। (তিরমিজি: ৩৪২৮)


বিজ্ঞাপন


আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে বাজার বা মার্কেটের যাবতীয় ধোঁকা থেকে হেফাজত করুন। আমিন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর