মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ঢাকা

রাজধানীতে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের নামে সড়ক

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৬, ০৭:১২ পিএম

শেয়ার করুন:

রাজধানীতে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের নামে সড়ক

দেশের প্রখ্যাত আলেম ও শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক (রহ.)-এর নামে রাজধানীর মোহাম্মদপুরের একটি গুরুত্বপূর্ণ সড়কের নামকরণ করা হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন মোহাম্মদপুর বেড়িবাঁধ তিন রাস্তা মোড় থেকে বছিলা ব্রিজ পর্যন্ত সড়কটি এখন থেকে ‘আল্লামা আজিজুল হক সড়ক’ নামে পরিচিত হবে।

রোববার (১৮ জানুয়ারি) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন শাইখুল হাদিসের ছেলে ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।


বিজ্ঞাপন


মাওলানা মামুনুল হক জানান, রোববার রাতে মোহাম্মদপুর থেকে বছিলা ব্রিজগামী সড়কটিতে নতুন নামফলক স্থাপনের কাজ শুরু হয়। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দায়িত্ব পালনকালে ঢাকার গুরুত্বপূর্ণ কিছু সড়ক বরেণ্য আলেমদের নামে করার উদ্যোগ নেওয়া হয়েছিল। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই সরকারি সব আনুষ্ঠানিকতা শেষে এই নামকরণ বাস্তবায়ন করা হচ্ছে।

আরও পড়ুন: উত্তরায় হাফেজ্জী হুজুর স্মরণে নতুন সড়কের উদ্বোধন

ফেসবুক পোস্টে তিনি লিখেন, ‘বছিলাবাসীর সাথে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক (রহ.)-এর দীর্ঘ প্রায় অর্ধশতাব্দী কালের হৃদ্যতা ও আন্তরিক ভালোবাসার সম্পর্ক। আমার ব্যক্তিগত মতামত হলো- এই সড়কটি তাঁর নামে নামকরণ হওয়া বছিলাসহ এলাকাবাসীর জন্য সৌভাগ্য ও আনন্দের উপলক্ষ।’

স্থানীয়দের মধ্যে সাইনবোর্ড স্থাপন নিয়ে যেন কোনো বিভ্রান্তি না ছড়ায়, সে বিষয়ে স্পষ্ট করে তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে স্থানীয় কারো কারো মাঝে দ্বিধা-সংশয় সৃষ্টি হতে পারে। সরকারি সিদ্ধান্ত গ্রহণের সকল পর্ব শেষেই এখন এটি বাস্তবায়নের পথে রয়েছে।’


বিজ্ঞাপন


আরও পড়ুন: জুলাইয়ের দুই শহীদের স্মরণে সড়ক ও চত্বর উদ্বোধন

উল্লেখ্য, এর আগে গত বছরের ডিসেম্বরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের কসাইবাড়ি থেকে কাঁচকুড়া বাজার পর্যন্ত সড়কটির নামকরণ করা হয়েছিল আরেক প্রখ্যাত আলেম ও আধ্যাত্মিক ব্যক্তিত্ব মুহাম্মদুল্লাহ হাফেজ্জী হুজুরের নামে। এরই ধারাবাহিকতায় এবার শাইখুল হাদিসের নামে সড়কের নামকরণ করা হলো।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর