বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ঢাকা

অসুস্থ ব্যক্তির চিকিৎসার জন্য মসজিদে টাকা তোলা জায়েজ?

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০২৬, ০৭:০৩ পিএম

শেয়ার করুন:

অসুস্থ ব্যক্তির চিকিৎসার জন্য মসজিদে টাকা তোলা জায়েজ?

ইসলাম মানবতার ধর্ম। একে অপরের দুঃখে পাশে দাঁড়ানো এবং বিপদগ্রস্ত মানুষকে সহায়তা করা মুমিনের অন্যতম বৈশিষ্ট্য। বিশেষ করে সমাজের কোনো গরিব ও অসহায় মানুষ যখন অসুস্থ হয়ে পড়েন, তখন তার চিকিৎসার ব্যবস্থা করা বিত্তবানদের নৈতিক দায়িত্ব। অনেক সময় দেখা যায়, এমন অসহায় ব্যক্তির চিকিৎসার অর্থের প্রয়োজনে জুমার দিন মসজিদে মুসল্লিদের কাছে সাহায্য চাওয়া হয় বা টাকা তোলা হয়। কিন্তু শরিয়তের দৃষ্টিতে মসজিদের ভেতর এভাবে টাকা উঠানো কতটুকু সঠিক? এ বিষয়ে ইসলামি ফিকহবিদদের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে।

মসজিদের আদব ও সাহায্যের বিধান

মসজিদ হলো আল্লাহর ঘর এবং ইবাদতের জন্য নির্ধারিত স্থান। তাই মসজিদের পবিত্রতা ও আদব রক্ষা করা প্রত্যেক মুসলমানের কর্তব্য। ইসলামি আইনবিদদের মতে, এলাকার কোনো গরিব ও অসহায় ব্যক্তির চিকিৎসার প্রয়োজনে মসজিদের ভেতর মুসল্লিদের অবহিত করা বা দান করতে উৎসাহিত করা জায়েজ। ইমাম সাহেব বা মসজিদ কমিটির কেউ বিষয়টি মুসল্লিদের সামনে তুলে ধরতে পারেন এবং মানবিক সহায়তার আহ্বান জানাতে পারেন।

আরও পড়ুন: কুড়িয়ে পাওয়া টাকা মসজিদে দেওয়া যায়?

তবে টাকা-পয়সা সংগ্রহ বা লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। ফতোয়ার কিতাবগুলোতে উল্লেখ করা হয়েছে যে, সাহায্যের জন্য ঘোষণা বা উৎসাহ মসজিদের ভেতর দেওয়া গেলেও টাকা-পয়সা আদান-প্রদান বা কালেকশন মসজিদের মূল অংশের বাইরে (যেমন বারান্দা বা গেটে) করাটাই উত্তম ও অধিকতর সতর্কতার পরিচায়ক।

সতর্কতা

সাহায্য তোলার নামে মসজিদের ভেতর এমন কোনো পরিস্থিতি তৈরি করা যাবে না, যাতে নামাজিদের ইবাদতে ব্যাঘাত ঘটে কিংবা মসজিদের পরিবেশ নষ্ট হয়। যেমন নামাজরত অবস্থায় কারো সামনে দিয়ে হেঁটে টাকা চাওয়া বা উচ্চস্বরে হট্টগোল করা।

(কিফায়াতুল মুফতি: ৩/১২৫; আপকে মাসায়েল আওর উনকা হল: ২/১৪৩; ফতোয়ায়ে ফকিহুল মিল্লাত: ৯/৪১)

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর