শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

চল্লিশ দিন জামাতে নামাজ: ২ অমোঘ প্রতিদান

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:০৩ পিএম

শেয়ার করুন:

৪০ দিন জামাতে নামাজ: ২ অমোঘ প্রতিদান

প্রিয়নবী (স.) আমাদের জন্য এমন এক অসাধারণ আমলের নির্দেশ দিয়েছেন, যা একসঙ্গে মুনাফেকি ও জাহান্নাম থেকে মুক্তি দেয়। হাদিসে বর্ণিত এই আমল হলো- চল্লিশ দিন ধরে পাঁচ ওয়াক্ত নামাজ ইমামের প্রথম তাকবিরের সঙ্গে জামাতে পড়া।

রাসুলুল্লাহ (স.) বলেছেন- ‘যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য চল্লিশ দিন তাকবিরে উলার সঙ্গে জামাতে নামাজ আদায় করবে, তাকে দুটি মুক্তির শংসাপত্র দেওয়া হবে: ১. জাহান্নাম থেকে মুক্তি, ২. মুনাফেকি থেকে মুক্তি।’ (তিরমিজি: ২৪১)


বিজ্ঞাপন


অর্থাৎ, ইখলাস ও আল্লাহর মহব্বতে ৪০ দিন টানা জামাতের সঙ্গে নামাজ পড়লে দুনিয়াতেও মুনাফেক হওয়ার প্রবণতা থেকে মুক্তি এবং আখেরাতেও নিরাপদ থাকা সম্ভব।

আরও পড়ুন: যে দুই ওয়াক্ত নামাজ পড়লে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন নবীজি

সাহাবায়ে কেরাম ও তাবেয়ি এই আমলকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। উদাহরণস্বরূপ, তাবেয়ি সাঈদ ইবনুল মুসায়্যিব (রহ.) ৫০ বছর তাকবিরে উলার সঙ্গে নামাজ আদায় করেছেন। (হিলইয়াতুল আওলিয়া: ৪/২১৫)

মুজাহিদ (রহ.) বলেছেন, যিনি ইমামের প্রথম তাকবিরের সঙ্গে নামাজে যুক্ত হননি, তিনি একশ কালো চোখবিশিষ্ট উটের চেয়ে বেশি কল্যাণ হারিয়েছেন। (মুসান্নাফে আবদুর রাজ্জাক: ২০২১)


বিজ্ঞাপন


আমাদের করণীয়

  • ফরজ নামাজ সর্বদা ইমামের প্রথম তাকবিরের সঙ্গে পড়ার চেষ্টা করা।
  • অন্তত চল্লিশ দিন টানা এই আমল করা।

আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মহান আমল করার তাওফিক দিন। আমিন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর