রোববার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জামাতে নামাজে যেসব সাধারণ ভুল এড়িয়ে চলা জরুরি

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৫, ০৮:৪৮ পিএম

শেয়ার করুন:

জামাতে নামাজে যেসব সাধারণ ভুল এড়িয়ে চলা জরুরি

পুরুষ মুসলমানের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা বলেন- ‘রুকুকারীদের সঙ্গে রুকু করো।’ (সুরা বাকারা: ৪৩) রাসুলুল্লাহ (স.) বলেন- ‘জামাতে নামাজ একাকী নামাজের চেয়ে সাতাশ গুণ বেশি সওয়াবের।’ (সহিহ বুখারি: ৬৪৫)

তবে অনেকেই জামাতে নামাজের সময় কিছু সাধারণ ভুল করে থাকেন। নিচে সেগুলো তুলে ধরা হলো।


বিজ্ঞাপন


১. কাতার সোজা না করা

কাতার সোজা করে দাঁড়ানো জামাতের অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত। রাসুলুল্লাহ (স.) বলেছেন- ‘তোমরা অবশ্যই তোমাদের কাতার সোজা করবে, না হলে আল্লাহ তোমাদের মধ্যে মতভেদ সৃষ্টি করে দেবেন।’ (সহিহ বুখারি: ৭১৭)

২. সামনের কাতার ফাঁকা রেখে পেছনে দাঁড়ানো

অনেকে সামনে জায়গা থাকা সত্ত্বেও পেছনে দাঁড়ান, যা সুন্নাহর বিরুদ্ধে। রাসুলুল্লাহ (স.) বলেছেন- ‘তোমরা সামনের কাতার আগে পূর্ণ করবে, তারপর পরবর্তী কাতার।’ (সুনানে আবু দাউদ: ৬৭১)


বিজ্ঞাপন


৩. কাতারের মাঝে ফাঁক রাখা

অনেক সময় কাতারের মাঝে অনাবশ্যক ফাঁক দেখা যায়। এটি নিষিদ্ধ। রাসুলুল্লাহ (স.) বলেছেন- ‘‘তোমরা কাতারে পরস্পর মিশে দাঁড়াও। কাতারগুলোকে পরস্পর নিকটবর্তী রাখো এবং কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও। যাঁর হাতে মুহাম্মদের প্রাণ তাঁর শপথ! আমি শয়তানকে দেখছি ছোট ছোট বকরির মতো কাতারের মধ্যে প্রবেশ করছে।’ (নাসায়ি: ৮১৫)

আরও পড়ুন: একাকী নামাজে সচরাচর ৫ ভুল

৪. ইমামের আগে রুকু বা সেজদা করা

ইমামের আগে রুকু-সেজদা করা গুরুতর ভুল। নবী কারিম (স.) ইরশাদ করেছেন, ইমাম নির্ধারণ করা হয়েছে তার অনুসরণ করার জন্য। সুতরাং ইমাম যখন রুকু করবে তখন তোমরা রুকু করবে, যখন ইমাম রুকু থেকে মাথা উঠাবে তখন তোমরাও মাথা উঠাবে। (সহিহ মুসলিম: ৪১২)

৫. অপ্রয়োজনীয় নড়াচড়া করা

নামাজে কাপড়, হাত, চুল বা মোবাইল স্পর্শ করা খুশু-খুজু নষ্ট করে এবং ইবাদতের মান কমায়।

জামাতে নামাজ মুসলিম সমাজের ঐক্য, শৃঙ্খলা ও ভ্রাতৃত্বের শক্ত ভিত্তি। উপরোক্ত ভুলগুলো এড়িয়ে সুন্নাহ অনুযায়ী নামাজ আদায় করলে আমরা জামাতের প্রকৃত সৌন্দর্য অর্জন করতে পারব এবং আল্লাহর নিকট অধিক সওয়াব লাভ করব। আল্লাহ আমাদের সবাইকে জামাতে নামাজের হক আদায় করার তাওফিক দিন। আমিন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর