মানুষের জীবনে নানা কারণে ভয় ও উদ্বেগের মুহূর্ত আসতে পারে। একজন মুসলিম হিসেবে আমরা বিশ্বাস করি, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করাই নাম স্মরণ করাই হলো সকল ভয় ও দুশ্চিন্তা দূর করার সর্বশ্রেষ্ঠ উপায়। রাসুলুল্লাহ (স.) আমাদেরকে বিভিন্ন ভয়-ভীতির মুহূর্তে বিশেষ কিছু দোয়া শিক্ষা দিয়েছেন, যা পড়লে আল্লাহর রহমত ও নিরাপত্তা বেষ্টনী তৈরি হয়।
বিজ্ঞাপন
ভয় পেলে পড়ার বিশেষ দোয়া
আরবি: أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ غَضَبِهِ وَعِقَابِهِ، وَشَرِّ عِبَادِهِ، وَمِنْ هَمَزَاتِ الشَّياطِينِ وَأَنْ يَحْضُرُونِ
উচ্চারণ: ‘আউযু বিকালিমাতিল্লাহিত্তাম্মাতি মিন গাদাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়ামিন হামাযাতিশশায়াতিন ওয়া আন ইয়াহদুরুন।’
অর্থ: ‘আমি আল্লাহর পরিপূর্ণ বাক্যের মাধ্যমে আশ্রয় চাই, তাঁর ক্রোধ থেকে ও শাস্তি থেকে এবং তাঁর বান্দাদের অনিষ্টতা থেকে এবং শয়তানদের কুমন্ত্রণা থেকে এবং তাদের উপস্থিতি থেকে।’
বিজ্ঞাপন
আরও পড়ুন: কোরআনের যে দোয়া রাতে বিশেষভাবে পড়তে বলেছেন নবীজি
এই দোয়াটির বিশেষ ফজিলত ও গুরুত্ব বর্ণনায় হাদিসে এসেছে, হজরত আমর ইবনু শুআইব (রহ.) তাঁর পিতা ও দাদার সূত্রে বর্ণনা করেন, রাসুলুল্লাহ (স.) ভীতিকর বা শঙ্কার পরিস্থিতিতে তাদেরকে এই বাক্যগুলোর মাধ্যমে আশ্রয় প্রার্থনা করার শিক্ষা দিতেন। (আবু দাউদ: ৩৮৯৩, তিরমিজি: ৩৫২৮)
দিনে-রাতে যেকোনো ভয়, শয়তানের ওয়াসওয়াসা বা মানসিক অস্থিরতা থেকে মুক্তি পেতে এই দোয়াটি নিয়মিত পড়া উত্তম। আল্লাহ তাআলা আমাদেরকে ভয়-ভীতির মুহূর্তে এই দোয়া করে তাঁর কাছে আশ্রয় প্রার্থনা করার তাওফিক দান করুন। আমিন।

