বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মিসরের প্রখ্যাত আলেম ড. আহমদ ওমর হাশেমের ইন্তেকাল

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৫, ০৭:১৭ পিএম

শেয়ার করুন:

মিশরের প্রখ্যাত আলেম ড. আহমদ ওমর হাশেম ইন্তেকাল করেছেন

মিসরের বিশিষ্ট আলেম ও আল-আজহার বিশ্ববিদ্যালয়ের সিনিয়র আলেম পরিষদের সদস্য ড. আহমদ ওমর হাশেম (রহ.) ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (৭ অক্টোবর) ভোররাতে তিনি ইহলোক ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে, ‘আমরা আরব ও মুসলিম বিশ্ব, তার প্রিয়জন ও শিক্ষার্থীদের গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের প্রিয় ইমাম ও সম্মানিত ব্যক্তিত্ব ড. আহমদ ওমর হাশিম ইন্তেকাল করেছেন।’


বিজ্ঞাপন


মঙ্গলবার জোহরের নামাজের পর আল-আজহার মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে তার নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

আরও পড়ুন: মদিনার কোরআন শিক্ষার স্তম্ভ শায়খ বশির বিন আহমেদ মারা গেছেন

ড. আহমদ ওমর হাশেম ১৯৪১ সালের ৬ ফেব্রুয়ারি মিসরের আল-শারকিয়া প্রদেশে জন্মগ্রহণ করেন। তিনি আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব অনুষদ থেকে ১৯৬১ সালে স্নাতক সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি ১৯৬৭ সালে হাদিস ও হাদিস বিজ্ঞানে উচ্চতর ডিগ্রি, ১৯৬৯ সালে মাস্টার্স ডিগ্রি এবং পরে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।

তিনি আল-আজহার বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন আরব ও ইসলামি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব পালন করেন। ১৯৯৫ সালে তিনি আল-আজহার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত হন। এছাড়াও তিনি ইসলামি গবেষণা পরিষদ, ইসলাম বিষয়ক উচ্চতর পরিষদ এবং মিশরের সংসদীয় পরিষদের সদস্য ছিলেন।


বিজ্ঞাপন


সুন্নাহ ও হাদিসশাস্ত্রে তার বৈচিত্র্যময় গবেষণা ও রচনা ইসলামি জ্ঞানভান্ডারকে সমৃদ্ধ করেছে। তিনি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বহু ইসলামি সম্মেলনে অংশগ্রহণ করেন। ২০১২ সালে মিসরের জ্যেষ্ঠ আলেম পরিষদ পুনঃপ্রতিষ্ঠার পর প্রথম দফাতেই তিনি এর সদস্য হিসেবে মনোনীত হন।

আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে জান্নাতে উচ্চ মর্যাদা দান করুন। আমিন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর