রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতায় বাংলাদেশি আনাসের বিশ্বজয়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৫ পিএম

শেয়ার করুন:

আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতায় বাংলাদেশি আনাসের বিশ্বজয়

লিবিয়ার বেনগাজিতে অনুষ্ঠিত ১৩তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৫-এ বাংলাদেশি হাফেজ আনাস বিন আতিক তৃতীয় স্থান অর্জন করেছেন।

আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের তত্ত্বাবধানে নির্বাচিত এই প্রতিযোগী পূর্ণ কোরআন হিফজ বিভাগে অংশগ্রহণ করেন এবং পুরস্কার হিসেবে ৫০ হাজার লিবিয়ান দিনার লাভ করেন।


বিজ্ঞাপন


রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে লিবিয়ার আওকাফ ও ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

সংস্থাটির কেন্দ্রীয় প্রেস উইং সোমবার (২৯ সেপ্টেম্বর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে।

আরও পড়ুন: কোরআন প্রতিযোগিতায় আবারও বাংলাদেশি হাফেজের বিশ্বজয়

বিশ্বের ৭৫টি দেশের ১২০ জন প্রতিযোগী এবারের আসরে অংশ নেন। চূড়ান্ত পর্বে ১৮ জন প্রতিযোগী বিজয়ী হিসেবে নির্বাচিত হন। 


বিজ্ঞাপন


anas_1

অনুষ্ঠানটিতে লিবিয়ার বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব, সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিপুলসংখ্যক সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী (হাফিজাহুল্লাহ)-এর প্রতিনিধি হিসেবে প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন সংস্থার কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা ক্বারি মাসউদুর রহমান।

আরও পড়ুন: আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম হলেন হাফেজ বশির

উল্লেখ্য, দীর্ঘ ১১ বছর বন্ধ থাকার পর পুনরায় শুরু হওয়া এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিরা ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করে আসছেন।

anas_3

২০২২ সালে সালেহ আহমদ তাকরীম (৭ম স্থান), ২০২৩ সালে আবু তালহা (২য় স্থান, পুরস্কার ২ লাখ দিনার) ও মুস্তাফিজুর রহমান গাজী (তাফসির বিভাগ, ৬ষ্ঠ স্থান), ২০২৪ সালে মাহমুদুল হাসান (তাফসির বিভাগ) আন্তর্জাতিক পরিমণ্ডলে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন।

২০২৫ সালে হাফেজ আনাস বিন আতিকের এই অর্জন বাংলাদেশের জন্য এক নতুন গৌরব, যা আন্তর্জাতিক কোরআন অঙ্গনে দেশের অবস্থানকে আরও সুদৃঢ় করেছে।

আরও পড়ুন: আবারও হাফেজ আবু রায়হানের বিশ্বজয়

আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের তত্ত্বাবধানে গত অর্ধযুগে ধারাবাহিকভাবে দেশের প্রতিযোগীরা বৈশ্বিক কোরআনি প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জন করে যাচ্ছেন, যা বাংলাদেশকে বিশ্ব কোরআন মঞ্চে এক গৌরবময় অবস্থানে প্রতিষ্ঠিত করছে।

এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর