বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আল্লাহর অনুগত বান্দার মর্যাদা পেতে প্রতিদিন কতটুকু কোরআন পড়বেন?

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৫ পিএম

শেয়ার করুন:

আল্লাহর অনুগত বান্দার মর্যাদা পেতে প্রতিদিন কতটুকু কোরআন পড়বেন?

প্রতিদিন কোনো আমলের মাধ্যমে আল্লাহর বিশেষ অনুগত বান্দাদের তালিকায় নিজের নাম লেখানো কি সম্ভব? হ্যাঁ, সম্ভব! সেই আমলটি হলো- প্রতি রাতে পবিত্র কোরআন থেকে মাত্র ১০০ আয়াত তেলাওয়াত করা।

হাদিসে এসেছে, আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস (রা.) বর্ণনা করেন, রাসুলুল্লাহ (স.) বলেছেন,  ‘যে ব্যক্তি রাতে ১০টি আয়াত তেলাওয়াত করে, সে গাফেল (অবহেলাকারী) বলে গণ্য হবে না। আর যে ব্যক্তি ১০০ আয়াত তেলাওয়াত করে, সে ‘কানিত’ (আনুগত্যশীল) বলে গণ্য হবে। আর যে ব্যক্তি এক হাজার আয়াত তেলাওয়াত করে, তার জন্য সওয়াবের ভাণ্ডার লেখা হবে।’ (সুনান আবু দাউদ: ১৪০০)


বিজ্ঞাপন


আরেক হাদিসে রাসুল (স.) ইরশাদ করেন, ‘যে ব্যক্তি রাতে ১০০ আয়াত তেলাওয়াত করবে, তাকে আল্লাহর অনুগত বান্দাদের (আল-কানিতিন) মাঝে লিপিবদ্ধ করা হবে।’ (সিলসিলাতুল আহাদিস আস-সহিহাহ: ৬৪৩; মুসনাদে আহমদ: ১৬৯৫৮)

প্রসিদ্ধ সাহাবি আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত হয়েছে, ‘যে ব্যক্তি রাতে ৫০টি আয়াত পাঠ করবে, তাকে ‘গাফেলিন’ (অবহেলাকারীদের) তালিকায় লেখা হবে না। আর যে ১০০ আয়াত পাঠ করবে, তাকে ‘কানিতিন’ (আনুগত্যশীল বান্দাদের) তালিকায় লেখা হবে।’ (সুনান আদ-দারিমি: ৩৪৮৫; আল-মুজাম আল-কাবির, আত-তাবারানি: ১০১৩৫)

আরও পড়ুন: নেককার বান্দাদের কিছু অমূল্য গুণ

কীভাবে তেলাওয়াত করবেন?

হাদিসে তেলাওয়াতের কোনো নির্দিষ্ট সূরা বা আয়াত বাধ্যতামূলক করা হয়নি। তাই কোরআন শরিফের যেকোনো অংশ থেকে ১০০ আয়াত তেলাওয়াত করলেই এই ফজিলত লাভ করা যাবে। তবে যারা বিশেষ ফজিলতপূর্ণ কিছু আয়াত ও সুরা একসঙ্গে পড়তে চান, তাদের জন্য একটি সুন্দর সমন্বয় করা যায়, যাতে কম আয়াতে বেশি সওয়াবের আশা করা যায়।

একটি সম্ভাব্য তেলাওয়াত পরিকল্পনা:
১. আয়াতুল কুরসি (সুরা বাকারা: ২৫৫)= ১ আয়াত
২. সুরা বাকারার শেষ দুই আয়াত= ২ আয়াত
৩. সুরা হাশরের শেষ তিন আয়াত= ৩ আয়াত
৪. সুরা সাফ (৬১ নং সুরা)= ১৪ আয়াত
৫. সুরা মুলক (৬৭ নং সুরা)= ৩০ আয়াত
৬. সুরা কাফিরুন(১০৯ নং সুরা)= ৬ আয়াত
৭. সুরা ইখলাস, সুরা ফালাক ও সুরা নাস প্রতিটি ৩ বার করে পাঠ করলে মোট আয়াতসংখ্যা দাঁড়ায় ১২+১৫+১৮= ৪৫ আয়াত। সর্বমোট আয়াত: ১+২+৩+১৪+৩০+৬+৪৫ = ১০১ আয়াত 

আরও পড়ুন: ঈমান মজবুত হয় যেসব আমলে

মনে রাখবেন, উপরোক্ত তালিকাটি সুপারিশ মাত্র; জরুরি নয়। আপনি চাইলে যেকোনো সুরা বা আয়াত থেকে ১০০ আয়াত পড়তে পারেন। এখানে গুরুত্বপূর্ণ হলো ইখলাস।

বিশেষ ফজিলত

যারা এরচেয়ে বেশি পড়তে পারবেন যেমন ২০০, ৫০০ বা ১০০০ আয়াত, তাদের জন্য হাদিসে বিশেষ সওয়াবের ভাণ্ডারের ঘোষণা রয়েছে।

আল্লাহ তাআলা আমাদের সকলকে নিয়মিত কোরআন তেলাওয়াতের মাধ্যমে তাঁর অনুগত বান্দাদের কাতারে শামিল হওয়ার তাওফিক দিন। আমিন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর