রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

উহুদ যুদ্ধ: পরাজয় নাকি শিক্ষা, কোরআন কী বলে

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৮ পিএম

শেয়ার করুন:

উহুদ যুদ্ধ: পরাজয় নাকি শিক্ষা, কোরআন কী বলে

ইসলামের ইতিহাসে উহুদ যুদ্ধ এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এ যুদ্ধে মুসলিম বাহিনী প্রথমবারের মতো বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়ে। তবে এটি নিছক পরাজয় ছিল না, বরং মুসলমানদের জন্য গভীর শিক্ষা ও আল্লাহর পক্ষ থেকে এক কঠিন পরীক্ষা।

বিজয় না পরাজয়?

ঐতিহাসিকরা ভিন্নমত পোষণ করেন যে, উহুদে মুসলমানরা কি সত্যিই পরাজিত হয়েছিল, নাকি এটি ছিল অমীমাংসিত যুদ্ধ? বাস্তবতা হলো- কোরাইশরা সাময়িক প্রাধান্য পেলেও তারা মুসলিম শিবির দখল করতে পারেনি, কোনো সৈন্যকে বন্দী করতে পারেনি কিংবা গনিমতের মাল সংগ্রহেও ব্যর্থ হয়েছিল। যুদ্ধজয়ী বাহিনীর নিয়ম অনুযায়ী যুদ্ধক্ষেত্রে তাদের অবস্থান করার কথা ছিল। কিন্তু তারা তা না করে তারা দ্রুত মক্কায় ফিরে যায়।

অতএব, এটিকে চূড়ান্ত পরাজয় বলা যায় না। উভয় পক্ষই ক্ষয়ক্ষতি নিয়ে যুদ্ধক্ষেত্র থেকে সরে দাঁড়ায়। কোরআনও বলে- ‘যদি তোমরা কষ্ট পাও, তবে তারাও তোমাদের মতো কষ্ট পায়। তবে তোমরা আল্লাহর কাছ থেকে সে আশা করো, যা তারা করে না।’ (সুরা নিসা: ১০৪)

আরও পড়ুন: ইসলামে যুদ্ধের নিয়ম কী

কোরআনের বিশ্লেষণ

সুরা আলে ইমরানের প্রায় ষাটটি আয়াতে উহুদ যুদ্ধের ঘটনা ও শিক্ষণীয় দিক তুলে ধরা হয়েছে। যুদ্ধের মোড় ঘুরে যায় তখন, যখন কিছু তীরন্দাজ রাসুলুল্লাহ (স.)-এর নির্দেশ অমান্য করে অবস্থান ত্যাগ করে। এতে মুসলিম বাহিনী দুর্বল হয়ে পড়ে এবং কোরাইশরা পাল্টা আক্রমণের সুযোগ পায়।

আল্লাহ তাআলা বলেন- ‘অসৎকে সৎ থেকে পৃথক না করা পর্যন্ত আল্লাহ মুমিনদেরকে সে অবস্থায় রাখবেন না… যদি তোমরা ঈমান আন ও তাকওয়া অবলম্বন কর, তবে তোমাদের জন্য রয়েছে মহাপুরস্কার।’ (আলে ইমরান: ১৭৯)

আল্লাহর বিশেষ শিক্ষা

আলেমগণ বলেন, উহুদ যুদ্ধের মাধ্যমে মুসলিম উম্মাহকে কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেওয়া হয়েছিল:

  • আনুগত্যের শিক্ষা: নবীর নির্দেশ মানা বিজয়ের শর্ত।
  • মুনাফিকদের মুখোশ উন্মোচন: যুদ্ধের ঘটনায় তাদের আসল চেহারা প্রকাশ পায়।
  • ধৈর্য ও বিনয়: সাহায্য দেরিতে আসায় মুসলমানরা ধৈর্য শিখে ও অহংকার ভাঙে।
  • শাহাদাতের মর্যাদা: বহু সাহাবি শাহাদাত লাভ করে জান্নাতের উচ্চ মর্যাদা অর্জন করেন।
  • পাপ মোচন: পরীক্ষার মাধ্যমে মুসলিমরা পরিশুদ্ধ হয়।

আরও পড়ুন: আবু জাহেলকে যেভাবে হত্যা করেছিল দুই কিশোর

আজকের শিক্ষা

উহুদ যুদ্ধ কেবল ইতিহাস নয়, আজও এর শিক্ষা আমাদের জন্য প্রাসঙ্গিক। এটি শেখায়- আনুগত্য ভঙ্গ করলে ক্ষতি হয়, ধৈর্যই সাফল্যের চাবিকাঠি এবং একতা ছাড়া বিজয় অসম্ভব।

উহুদ তাই নিছক সংঘাত নয়; বরং মুসলিম উম্মাহর জন্য এক অমূল্য শিক্ষা, যা ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় শক্তি যোগায়।

(জাদুল মাআদ: ২/৯১–১০৮; ফাতহুল বারি: ৭/৩৪৭; সিরাতে ইবনে হিশাম)

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর