রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মরুভূমিতে বৃষ্টি: কিশোর নবীর দোয়ায় প্রকৃতির অলৌকিক সাড়া

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২২ পিএম

শেয়ার করুন:

মরুভূমিতে বৃষ্টি: কিশোর নবীর দোয়ায় প্রকৃতির অলৌকিক সাড়া

মক্কার বুকে তখন তীব্র খরা। খাদ্য ও পানির অভাবে মানুষ ও গবাদি পশুর জীবন বিপন্ন। এমন কঠিন সময়ে কোরাইশ নেতারা বৃষ্টির জন্য দোয়া চাইতে এলেন আবু তালিবের কাছে। কিন্তু কেউ ভাবতে পারেননি, সেই দোয়ার কেন্দ্রবিন্দু হবে এক কিশোর, যার পবিত্র উপস্থিতিতেই নেমে আসবে রহমতের বৃষ্টি।

দুর্ভিক্ষ: কোরাইশ নেতার কাছে দোয়ার অনুরোধ

নবীজি (স.)-এর কিশোর বয়সে (আনুমানিক ১২-১৫ বছর) মক্কায় খাদ্য ও পানির তীব্র সংকট দেখা দেয়। মানুষ ও গবাদি পশু মৃত্যুর দ্বারপ্রান্তে এসে দাঁড়ায়। এই পরিস্থিতিতে কোরাইশ নেতারা আবু তালিবের কাছে এসে বৃষ্টির জন্য সম্মিলিতভাবে দোয়া করার অনুরোধ জানালেন।

আরও পড়ুন: নবীজির মোজেজা: চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার ঐতিহাসিক ও বৈজ্ঞানিক প্রমাণ

সেই অলৌকিক দৃশ্য: এক কিশোরের পেছনে সারা শহর

আবু তালিব নবীজি (স.)-কে নিয়ে কাবার কাছে দাঁড়ালেন। বালক মুহাম্মদ (স.) তাঁর চাচার আঙুল ধরে কাবার দেয়ালে হেলান দিয়ে দাঁড়ালেন। তাঁর মুখ ছিল উজ্জ্বল, ‘যেন চাঁদের আলোয় আলোকিত’, আর চারপাশ থেকে এক ঐশী জ্যোতি বিচ্ছুরিত হচ্ছিল। দোয়ার আগে আকাশ ছিল মেঘমুক্ত। কিন্তু দোয়ার কিছুক্ষণ পরই আকাশ হঠাৎ ঘন মেঘে ছেয়ে গেল এবং মুষলধারে বৃষ্টি শুরু হলো, যা কয়েক দিন ধরে অব্যাহত ছিল। এর ফলে মরুভূমির উপত্যকাগুলো সবুজে ভরে উঠল।


বিজ্ঞাপন


আরও পড়ুন: নবীজির যে মোজেজা দেখে আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা.) ঈমান এনেছিলেন

আবু তালিবের সেই অমর কবিতা

বৃষ্টি দেখে আবু তালিব সেখানেই কিছু বিখ্যাত পঙক্তি রচনা করেন:
وأبيضَ يُستسقى الغَمَام بوجهه ** ثِمالُ اليتامى عِصْمَةٌ للأرامل
‘ওয়া আবিয়াদ ইউস্তাসকাল গামামু বিওয়াজহিহি, সিমালুল ইয়াতামা ইস্মাতুল লি-আর-রামিলি।’ অর্থ: ‘ওই সৌন্দর্যময় চেহারা যার, যার চেহারার বরকতে মেঘ থেকে বৃষ্টি নামে! তিনি ইয়াতিমদের আশ্রয়, আর বিধবাদের রক্ষক!’

এই ঘটনাটি ছিল নবীজির (স.) নবুয়তের প্রথম নিদর্শনগুলোর একটি, যেখানে এক কিশোরের উপস্থিতি ও দোয়ায় আল্লাহ তাআলা সমগ্র সম্প্রদায়কে বাঁচিয়েছিলেন।

(তারিখু দিমাশক, খণ্ড: ১৫; মুখতাসারুস সিরাহ, পৃষ্ঠা: ১৫ ও ৬; ইবনে কাসির, খণ্ড: ২, পৃষ্ঠা: ৩৪৫)

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর