রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে ২১ জুলাই এক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ায় সৃষ্ট অগ্নিকাণ্ডে বহু মানুষের মৃত্যু হয়েছে, যাদের অধিকাংশই শিশু। ইসলামের শিক্ষা অনুযায়ী, আগুনে পুড়ে মৃত্যুবরণকারী ব্যক্তি শহীদের মর্যাদা পান। এই মর্মান্তিক ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও তাদের পরিবারবর্গের জন্য বিশেষ কিছু দোয়া ও আমল নিচে তুলে ধরা হলো।
শহীদদের জন্য দোয়া
১. সাধারণ ক্ষমা ও রহমতের দোয়া
اللَّهُمَّ اغْفِرْ لَهُمْ وَارْحَمْهُمْ
উচ্চারণ: আল্লাহুম্মাগফির লাহুম ওয়ারহামহুম
অর্থ: হে আল্লাহ! তাদের ক্ষমা করুন ও তাদের উপর রহম করুন।
২. জান্নাতে মর্যাদা বৃদ্ধির দোয়া
اللَّهُمَّ ارْفَعْ دَرَجَاتِهِمْ فِي الْمَغْفُورِ لَهُمْ
উচ্চারণ: আল্লাহুম্মারফা‘ দারাজাতিহিম ফিল মাগফুরি লাহুম
অর্থ: হে আল্লাহ! ক্ষমাপ্রাপ্তদের মধ্যে তাদের মর্যাদা বৃদ্ধি করুন।
৩. শহীদদের পরিবারের জন্য দোয়া
اللَّهُمَّ صَبِّرْ أَهْلَهُمْ وَاخْلُفْهُمْ فِي الْآخِرِينَ
উচ্চারণ: আল্লাহুম্মা সাব্বির আহলাহুম ওয়াখলুফহুম ফিল আখিরিন
অর্থ: হে আল্লাহ! তাদের পরিবারকে ধৈর্য্য দিন এবং তাদের স্থলে উত্তম প্রতিস্থাপন দান করুন।
বিজ্ঞাপন
শহীদের মর্যাদা সম্পর্কে হাদিস
হাদিসে এসেছে, ‘আগুনে পুড়ে, পানিতে ডুবে, ভবন ধসে বা পেটের রোগে মৃত্যুবরণকারীও শহীদের মর্যাদা পায়।’ (সহিহ বুখারি: ২৮২৯)
দোয়া পাঠের গুরুত্বপূর্ণ আদব
১. পবিত্রতা অর্জন: দোয়ার আগে অজু বা গোসল করে নিন।
২. কিবলামুখী হওয়া: দোয়া করার সময় কিবলার দিকে মুখ করুন।
৩. দরুদ শরিফ পাঠ: দোয়ার শুরু ও শেষে দরুদ পড়ুন।
৪. নিহতদের নাম উল্লেখ: সম্ভব হলে নিহতদের নাম নিয়ে দোয়া করা উত্তম।
আরও পড়ুন: উত্তরায় বিমান বিধ্বস্ত: শায়খ আহমাদুল্লাহর উদ্বেগ ও প্রার্থনা
আলেমদের পরামর্শ
শহীদদের রুহের ইসালে সাওয়াবের জন্য সুরা ইখলাস, ফালাক ও নাস পাঠ করুন। তাহাজ্জুদ নামাজে এই দোয়াগুলো পড়লে বিশেষ সওয়াব পাওয়া যায়। শুধু মৃত নয়, আহতদের জন্যও সুস্থতার দোয়া করুন। আল্লাহ তাআলা নিহতদের আত্মার শান্তি ও তাদের পরিবারের ওপর রহমত নাজিল করুন। আমিন।

