শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিমানে নিরাপদে থাকার দোয়া

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ২১ জুলাই ২০২৫, ০৩:৫৮ পিএম

শেয়ার করুন:

বিমানে নিরাপদে থাকার দোয়া

বিমান ভ্রমণ আধুনিক যুগে এক সহজলভ্য যোগাযোগের মাধ্যম হলেও অনেক যাত্রীর মনেই উড়ন্ত আকাশে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা যায়। তাই আত্মিক প্রশান্তি ও নিরাপদ যাত্রার জন্য অনেকে বিমানে ওঠার আগে ও পরে বিশেষ দোয়া পড়েন। ইসলামি শিক্ষামতে, ভ্রমণের শুরুতে দোয়া করা নবী করিম (স.)-এর সুন্নত এবং এটি একজন মুসলমানকে আল্লাহর উপর ভরসা করতে উদ্বুদ্ধ করে।

হাদিসে বর্ণিত আছে, প্রিয়নবী (স.) সফরে বের হওয়ার সময় বিশেষ কিছু দোয়া পাঠ করতেন, যাতে তিনি আল্লাহর কাছে নিরাপদ যাত্রা ও কল্যাণ প্রার্থনা করতেন। এ ধারা অনুসরণ করে বিমানে চড়ার সময়ও ওই দোয়াগুলো পড়া উত্তম।


বিজ্ঞাপন


বিমানে ওঠার সময় পাঠযোগ্য দোয়া

বিমান একটি বাহন। তাই যে দোয়া নবীজি (স.) কোনো বাহনে আরোহণ করার সময় পাঠ করতেন, সেই দোয়াটি বিমানে ওঠার সময়ও পড়া যায়। যেমন- سُبْحَانَ ٱلَّذِى سَخَّرَ لَنَا هَـٰذَا وَمَا كُنَّا لَهُۥ مُقْرِنِينَ، وَإِنَّآ إِلَىٰ رَبِّنَا لَمُنقَلِبُونَ উচ্চারণ: ‘সুবহা-নাল্লাযী সাখখারা লানা- হা-যা, ওয়া মা কুন্না লাহু মুকরিনীন; ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনক্বালিবূন।’ অর্থ: ‘পবিত্র সে সত্তা, যিনি আমাদের জন্য এই বাহনটিকে বশীভূত করেছেন, অথচ আমরা একে বশ করতে সক্ষম ছিলাম না। আর অবশ্যই আমরা আমাদের প্রভুর দিকেই প্রত্যাবর্তন করবো।’ (সুরা জুখরুফ: ১৩-১৪)

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনা থেকে বাঁচার দোয়া

এছাড়াও এই দোয়াটি পড়তে পারেন- بِسْمِ اللهِ تَوَكَّلْتُ عَلَى اللهِ وَ لَا حَوْلَ وَ لَا قُوَّةَ اِلَّا بِاللَّهِ উচ্চারণ: ‘বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা-হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।’ অর্থ: ‘আল্লাহর নামে, আল্লাহ তায়ালার ওপরই নির্ভর করলাম, আল্লাহ তায়ালার সাহায্য ছাড়া বিরত থাকা ও মঙ্গল লাভ করার শক্তি কারো নেই।’ এই দোয়াটি কেউ পড়লে তাকে বলা হয় (আল্লাহ তাআলাই) তোমার জন্য যথেষ্ট, তুমি হেফাজত অবলম্বন করেছ (অনিষ্ট থেকে)। তাতে শয়তান তার থেকে দূরে সরে যায়। (তিরমিজি: ৩৪২৬)


বিজ্ঞাপন


আরও পড়ুন: আগুনে পুড়ে মৃত্যু থেকে বাঁচার দোয়া

এই দোয়াগুলো পাঠের মাধ্যমে ভ্রমণকারীর মনে আল্লাহর উপর নির্ভরশীলতা গড়ে ওঠে। এটি বিমানযাত্রার মতো উৎকণ্ঠাপূর্ণ পরিস্থিতিতেও মানসিক দৃঢ়তা প্রদান করে। প্রযুক্তি যতই উন্নত হোক না কেন, একজন মুসলমানের বিশ্বাস থাকা উচিত যে সর্বশক্তিমান আল্লাহই সকল নিরাপত্তার উৎস। তাই বিমানে উঠার সময় দোয়া পাঠ করা শুধু একটি ধর্মীয় রীতি নয়, বরং এটি আমাদের অন্তরের শান্তি এবং নিরাপদ যাত্রার একটি মাধ্যমও বটে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর