রোববার, ১৯ মে, ২০২৪, ঢাকা

আগুনে পুড়ে মৃত্যু থেকে বাঁচার দোয়া

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৫ জুন ২০২২, ১১:৩৬ এএম

শেয়ার করুন:

আগুনে পুড়ে মৃত্যু থেকে বাঁচার দোয়া

সবাইকে মৃত্যুবরণ করতে হবে, এটি আল্লাহ তাআলার সুনিশ্চিত বিধান। অনেকে বিভিন্ন দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। তেমনি আগুনে পুড়ে মারা যাওয়াও একটি মর্মান্তিক দুর্ঘটনা। প্রিয়নবী (স.) উম্মতকে আগুনে দগ্ধ হওয়াসহ বিভিন্ন দুর্ঘটনায় মৃত্যু থেকে বেঁচে থাকতে দোয়া ও আমল শিখিয়েছেন। হাদিসে এসেছে, নবীজি (স.) নিজেও নানা দুর্ঘটনা থেকে বেঁচে থাকার দোয়া পড়তেন।

নিচের দোয়াটি সহিহ সনদে বর্ণিত হয়েছে। যারা নিয়মিত দোয়াটি পড়বেন, আল্লাহ তাআলা তাদেরকে আগুনে দগ্ধ হওয়াসহ নানা দুর্ঘটনা থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। হজরত আবুল ইয়াসার (রা.) বর্ণনা করেন, রাসুলুল্লাহ (স.) এই দোয়া পাঠ করতেন—


বিজ্ঞাপন


اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ التَّرَدِّي، وَالْهَدْمِ، وَالْغَرَقِ وَالْحَرِيقِ وَأَعُوذُ بِكَ أَنْ يَتَخَبَّطَنِي الشَّيْطَانُ عِنْدَ الْمَوْتِ وَأَعُوذُ بِكَ أَنْ أَمُوتَ فِي سَبِيلِكَ مُدْبِرًاوَأَعُوذُ بِكَ أَنْ أَمُوتَ لَدِيغًا

উচ্চারণ: ‘আল্লাহুম্মা ইন্নী আঊজুবিকা মিনাত তারাদ্দি ওয়াল হাদমি ওয়াল গারাক্বি ওয়াল হারীক্বি। ওয়া আউজুবিকা আইঁ ইয়াতাখাব্বাত্বানিশ শায়ত্বা-নু ইংদাল মাওতি, ওয়া আউজুবিকা আন আমূতা ফী সাবীলিকা মুদবিরাওঁ ওয়া আউজুবিকা আন আমূতা লাদীগা।’

অর্থ:  হে আল্লাহ! নিশ্চয় আমি আপনার কাছে আশ্রয় চাই উঁচু স্থান থেকে পড়ে, কোনো কিছুর নিচে চাপা পড়ে, আগুনে পুড়ে যাওয়া এবং পানিতে ডুবে যাওয়া থেকে। আর আপনার কাছে আশ্রয় চাই মৃত্যুকালে শয়তান যেন আমাকে বিপথগামী করতে না পারে এবং আপনার কাছে আশ্রয় চাই আপনার পথে জিহাদ করার সময় যেন পালিয়ে মৃত্যুবরণ না করি। আপনার কাছে আরও আশ্রয় চাই যেন সাপ-বিচ্ছুর দংশনে মৃত্যুবরণ না করি। (সহিহুল জামে: হাদিস: ১২৮২, সনদ সহিহ)

আল্লাহ তাআলা তাঁর হাবিবের প্রিয় উম্মতকে নিয়মিত উপরোক্ত দোয়া পাঠ করার তাওফিক দান করুন। আমিন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর