রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হালাল রিজিক বৃদ্ধির দোয়া

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ৩০ জুন ২০২৫, ০১:৪৩ পিএম

শেয়ার করুন:

হালাল রিজিক বৃদ্ধির দোয়া

শরিয়তসম্মত উপায়ে উপার্জিত ধন-সম্পদ ও খাদ্যদ্রব্যই হলো হালাল রিজিক। তবে ইসলামি দৃষ্টিতে রিজিক শুধু অর্থ, খাদ্য বা সম্পদ নয়, বরং ঈমান, আমল, জ্ঞান, নেককার স্ত্রী-সন্তান, শান্তিপূর্ণ জীবনযাপনসহ জীবনের সকল বৈধ উপায় ও উপকরণকেই রিজিকের অন্তর্ভুক্ত ধরা হয়। আর আল্লাহ তাআলাই সবকিছু দেওয়ার মালিক।

আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন— ‘নিশ্চয় আল্লাহ হলেন রিজিকদাতা, মহাশক্তিধর, পরাক্রমশালী।’ (সুরা জারিয়াত: ৫৮)


বিজ্ঞাপন


ইসলামে হালাল রিজিকের গুরুত্ব

হালাল রিজিক ইবাদত কবুল হওয়ার অন্যতম শর্ত। অন্যদিকে, হারাম রিজিক একজন মানুষের ঈমান ও আমলকে ধ্বংস করে দিতে পারে। আল্লাহ তাআলা নবী ও রাসুলদেরকে হালাল রিজিক গ্রহণের নির্দেশ দিয়ে বলেন— ‘হে রাসুলগণ! তোমরা পবিত্র বস্তু থেকে আহার করো এবং সৎকর্ম করো। আমি তোমাদের কার্যকলাপ সম্পর্কে অবগত।’ (সুরা মুমিনুন: ৫১)

আর সাধারণ মানুষের প্রতি আল্লাহ বলেন— ‘হে মানবজাতি! পৃথিবীর যা কিছু বৈধ ও পবিত্র খাদ্য আছে তা থেকে আহার করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু।’ (সুরা বাকারা: ১৬৮)

রাসুলুল্লাহ (স.) বলেন— ‘হালাল রিজিক অনুসন্ধান করা অন্য ফরজের পরে একটি ফরজ।’ (আল-মুজামুল কাবির: ৯৯৯৩)


বিজ্ঞাপন


আরও পড়ুন: যেসব আমলে হালাল রিজিকের দরজা খুলে যায়

হালাল রিজিক বৃদ্ধির জন্য কোরআনি দোয়া

اللَّهُ لَطِيفٌ بِعِبَادِهِ يَرْزُقُ مَن يَشَاءُ، وَهُوَ الْقَوِيُّ الْعَزِيزُ 
উচ্চারণ: আল্লাহু লাতিফুম বি-ইবাদিহি ইয়ারজুকু মান ইয়াশা’উ, ওয়া হুয়াল ক্ববিউল আজিজ।
অর্থ: আল্লাহ তাঁর বান্দাদের প্রতি সদয়; যাকে ইচ্ছা রিজিক দেন। তিনি পরাক্রমশালী, শক্তিশালী। (সুরা আশ-শুরা: ১৯)

হাদিসে হালাল উপার্জন ও ঋণমুক্তির দোয়া

اللَّهُمَّ اكْفِنِي بِحَلَالِكَ عَنْ حَرَامِكَ، وَأَغْنِنِي بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ
উচ্চারণ: আল্লাহুম্মাক্‌ফিনি বিহালালিকা ‘আন হারামিকা, ওয়াগ্‌নিনি বিফাদলিকা ‘আম্মান সিওয়াক।
অর্থ: হে আল্লাহ! হারামের পরিবর্তে তোমার হালাল রিজিককে আমার জন্য যথেষ্ট করো এবং তোমার অনুগ্রহে আমাকে অন্যদের মুখাপেক্ষী হওয়া থেকে মুক্ত করো। (তিরমিজি: ৩৫৬৩; মুসনাদ আহমদ: ১৩২১)

হজরত আলী (রা.) বলেন, কেউ যদি এই দোয়া পড়ে, তবে আল্লাহ তার ঋণমুক্তির দায়িত্ব নেন, এমনকি যদি ঋণ পাহাড়সমান হয়।

আরও পড়ুন: ভালো থাকার ইসলামিক উপায়গুলো জেনে রাখুন

ঋণমুক্তির আরেকটি গুরুত্বপূর্ণ দোয়া 

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ، وَالْعَجْزِ وَالْكَسَلِ، وَالْبُخْلِ وَالْجُبْنِ، وَضَلَعِ الدَّيْنِ وَغَلَبَةِ الرِّجَالِ
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান, ওয়াল-‘আজজি ওয়াল কাসাল, ওয়াল-বুখলি ওয়াল-জুবন, ওয়া দালাঈদ্দাইন ওয়া গালাবাতির রিজাল।
অর্থ: হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় চাই দুশ্চিন্তা ও দুঃখ, অক্ষমতা ও অলসতা, কৃপণতা ও ভীরুতা, ঋণের ভার এবং মানুষের চাপ ও পীড়ন থেকে। (বুখারি: ২৮৯৩)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হালাল রিজিক অন্বেষণ ও অর্জনের তাওফিক দান করুন। আমাদের জীবনে কোরআন-হাদিসে বর্ণিত দোয়াগুলো নিয়মিত পাঠ করার সুযোগ দান করুন। আমিন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর