সোমবার, ২৩ জুন, ২০২৫, ঢাকা

হাজিদের যেভাবে শুভেচ্ছা জানানো সুন্নত

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১০ জুন ২০২৫, ০৭:৪৭ পিএম

শেয়ার করুন:

হাজিদের যেভাবে শুভেচ্ছা জানানো সুন্নত
সংগৃহীত ছবি

ইসলামের পাঁচ স্তম্ভের অন্যতম হলো হজ। হজ পালনকারীকে আল্লাহর মেহমান বলা হয় এবং হজে মাবরুরের পুরস্কার হলো জান্নাত। হজ পালনশেষে হাজিদের অভ্যর্থনা ও শুভেচ্ছা জানানো একটি উত্তম ও মোস্তাহাব আমল হিসেবে বিবেচিত। নবী কারিম (স.) ও সাহাবায়ে কেরাম থেকে এর বহু দৃষ্টান্ত প্রমাণিত।

সহিহ বুখারির বর্ণনায় পাওয়া যায়, রাসুল (স.) যখন মক্কায় প্রবেশ করেন, তখন তরুণরা তাঁকে স্বাগত জানায়। তিনিও তাঁদের একজনকে তাঁর সাওয়ারির সামনে ও অন্যজনকে পেছনে তুলে নেন। (সহিহ বুখারি: ১৭৯৮, ৫৯৬৮)


বিজ্ঞাপন


ইসলামি চিন্তাবিদদের মতে, এ হাদিস প্রমাণ করে যে হাজিদের স্বাগত জানানো জায়েজ ও প্রশংসনীয়। ইমাম হাফিজ ইবনে হাজার ও ইমাম কাসতালানি এ বিষয়টি বিশ্লেষণ করেছেন। (ফতহুল বারি: ৩/৬১৯)

সহিহ মুসলিমেও এসেছে, নবীজি সফর থেকে ফিরে আবদুল্লাহ ইবনে জাফর (রা.) ও হাসান-হুসাইন (রা.)-এর মাধ্যমে স্বাগত গ্রহণ করেন।

আরও পড়ুন: হজ করার পর যেসব আমলে মনোযোগী হবেন

হাজিদের শুভেচ্ছা জানানোর আদব

হাজিকে দেখে সালাম দেওয়া এবং তাদের জন্য দোয়া করা সুন্নাহ। যেমন এভাবে বলা- ‘আসসালামু আলাইকুম, আল্লাহ আপনার হজ কবুল করুন।’ এরপর কোলাকুলি করতে পারেন। হাজির সঙ্গে সদ্ব্যবহার, শ্রদ্ধা ও ভালো ব্যবহার করা উচিত। তাদের হজের অভিজ্ঞতা শুনতে চাইলে জিজ্ঞেস করতে হবে বিনয়ের সাথে। তাদের সময় ও বিশ্রামকে সম্মান করুন, কারণ তারা দীর্ঘ সফর শেষে ফিরেছেন। হাজিদের অতিরিক্ত প্রশংসা করা থেকে বিরত থাকুন।

হাজিদের কাছে দোয়া চাওয়া

হাজিরা আল্লাহর মেহমান। তাদের দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি। হাদিসে এসেছে, তারা গুনাহ থেকে মুক্ত, তাই তাদের দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি। (মুসনাদে আহমদ: ৫৩৭১)

এভাবে দোয়া চাইতে পারেন- ‘আপনি আল্লাহর ঘরে ছিলেন, দয়া করে আমার জন্য দোয়া করবেন যেন আমিও হজ করতে পারি।’

আরও পড়ুন: হজের সামর্থ্য না থাকলে এই ৫টি আমল করুন

আত্মীয়-স্বজন ও গরিবদের খাওয়ানো উত্তম আমল

হজের পর আত্মীয়-স্বজন ও গরিবদের খাওয়ানোও একটি মোস্তাহাব আমল। রাসুলুল্লাহ (স.) মদিনায় ফিরে একটি উট অথবা গরু জবাই করে লোকদের খাওয়াতেন। (সহিহ বুখারি: ৩০৮৯)

তবে দাওয়াতে লোক দেখানো, অহংকার কিংবা অপচয় যেন না হয়, সে বিষয়ে ইসলাম কঠোরভাবে সতর্ক করেছে।

শেষ কথা, হজ থেকে ফেরা হাজিদের অভ্যর্থনা শুধু সামাজিক সৌন্দর্য নয়, এটি একটি সুন্নত ও ইবাদতের অংশও বটে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর