সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

স্বামী বাইরে যাওয়ার সময় স্ত্রী যে দোয়া পড়বেন

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ২৯ মে ২০২৫, ০৪:১০ পিএম

শেয়ার করুন:

স্বামী বাইরে যাওয়ার সময় স্ত্রী যে দোয়া পড়বেন

ইসলাম পারিবারিক জীবনের প্রতিটি খুঁটিনাটি বিষয়েও সুন্দর নির্দেশনা দিয়েছে। স্বামী-স্ত্রীর পারস্পরিক দায়িত্ব, সহানুভূতি ও দোয়া—এই তিনটি মূল ভিত্তির ওপর ইসলামি দাম্পত্য জীবন মাধুর্যময় ও বরকতময় হয়ে থাকে। অনেক নারী জানতে চান, ‘স্বামী ঘর থেকে বের হওয়ার সময় আমি কী দোয়া করব?’ এ বিষয়ে সরাসরি কোনো নির্দিষ্ট দোয়া হাদিসে না থাকলেও রাসুলুল্লাহ (স.)-এর দোয়াগুলোর মাধ্যমে সুন্দর কিছু কল্যাণ কামনার দোয়া করা যায়।

স্বামীর হালাল রিজিকের জন্য দোয়া

রিজিক হালাল হওয়া একজন মুসলিমের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। রাসুলুল্লাহ (স.) সবসময় হালাল রিজিক কামনা করতেন এবং নিজের উম্মতের জন্য হালাল রিজিক চেয়েছেন। তাই ঘর থেকে বের হওয়া স্বামীর জন্য স্ত্রী এভাবে দোয়া করতে পারেন- اللَّهُمَّ اكْفِهِ بِحَلاَلِكَ عَنْ حَرَامِكَ، وَأَغْنِهِ بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ উচ্চারণ: ‘আল্লাহুম্মাকফিহি বিহালালিকা আন হারামিকা, ওয়া আঘনিহি বিফাদলিকা ‘আম্মান সিওয়াক।’

অর্থ: ‘হে আল্লাহ! আপনি তাকে আপনার হালাল রিজিকে সন্তুষ্ট করুন, যেন সে হারাম থেকে বেঁচে থাকতে পারে। আর তাকে আপনার অনুগ্রহে এত পরিপূর্ণ করে দিন যেন কারো মুখাপেক্ষী না থাকে।’ (দ্র: তিরমিজি: ৩৫৬৩; মুসনাদ আহমদ: ১৩২১)

আরও পড়ুন: স্বামী-স্ত্রী কে কোন পাশে ঘুমানো সুন্নত?

অথবা এই দোয়াও স্বামীর নিরাপত্তা, রিজিক ও সাফল্যের জন্য করা যায়- اللَّهُمَّ احْفَظْهُ وَارْزُقْهُ وَوَفِّقْهُ وَيَسِّرْ أُمُورَهُ وَاجْعَلْهُ فِي حِفْظِكَ وَعِنَايَتِكَ উচ্চারণ: ‘আল্লাহুম্মাহ ইহফাযহু, ওয়ার্জুকহু, ওয়া ওয়াফফিকহু, ওয়া ইয়াসসির উমূরাহু, ওয়াজআলহু ফি হিফজিক ওয়া ইনায়াতিক।’ অর্থ: ‘হে আল্লাহ! আপনি তাকে হেফাজতে রাখুন, হালাল রিজিক দিন, সঠিক পথ দেখান, সব কাজ সহজ করে দিন এবং আপনার নিরাপত্তা ও কৃপায় রাখুন।’ 


বিজ্ঞাপন


অবশ্য এই দোয়া সরাসরি হাদিসের নয়। তবে এর বাক্যগুলো দোয়ার আদব ও শব্দচয়ন অনুসরণ করে সাজানো এবং কোরআন-সুন্নাহর ভাষাগত ও অর্থগত শিক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এ ধরনের দোয়া ইসলামি শরিয়তে বৈধ। (আল-আজকার, ভূমিকা অধ্যায়; ইবনু তায়মিয়া, আল-কাউলুল জামি, পৃ. ১৫৮)

ঘর থেকে বের হওয়ার সময় স্বামী যে দোয়া পড়বেন

হাদিসে এসেছে, ব্যক্তি যখন ঘর থেকে বের হয়, তখন এই দোয়া পড়া সুন্নত- بِسْمِ اللهِ تَوَكَّلْتُ عَلَى اللَّهِ، وَلاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ উচ্চারণ: ‘বিসমিল্লাহি, তাওয়াক্কালতু আলাল্লাহ, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।’ অর্থ: ‘আল্লাহর নামে (বের হচ্ছি), আমি আল্লাহর ওপর ভরসা করছি, আর (সকল কাজের) শক্তি ও সামর্থ্য একমাত্র আল্লাহর পক্ষ থেকেই আসে।’ (আবু দাউদ: ৫০৯৫; তিরমিজি: ৩৪২৬)

এই দোয়া পড়ে কেউ ঘর থেকে বের হলে, ফেরেশতা বলেন- ‘তুমি সুরক্ষিত, পথ প্রদর্শিত এবং রক্ষা পেয়েছো।’ 

আরও পড়ুন: স্বামী-স্ত্রীর সংসারে বদনজর, রুকইয়ার পদ্ধতি কী

শেষ কথা, ঘর থেকে বের হওয়ার সময় স্বামীর জন্য স্ত্রী যদি আন্তরিকভাবে দোয়া করেন—তা শুধু একজন স্বামীর জীবনেই নয়, গোটা পরিবার এবং সমাজের ওপরও আল্লাহর রহমতের বারিধারা আনতে পারে। ইসলাম এমনই মানবিক, প্রাঞ্জল ও কল্যাণময় একটি জীবন ব্যবস্থা।

আল্লাহ আমাদের সবাইকে ইসলামি শিষ্টাচার ও নির্দেশনা মেনে জীবন পরিচালনার তাওফিক দান করুন। আমিন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর