শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জিলহজের চাঁদ দেখে যে দোয়া পড়তেন নবীজি

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ২৮ মে ২০২৫, ০৬:২৪ পিএম

শেয়ার করুন:

জিলহজের চাঁদ দেখে যে দোয়া পড়তেন নবীজি

ইসলামে হিজরি মাসের নতুন চাঁদ দেখা গুরুত্বপূর্ণ, কারণ অনেক ইবাদত ও আমল চাঁদ দেখা সাপেক্ষে নির্ধারিত হয়। পবিত্র কোরআনে আল্লাহ বলেন- ‘তারা আপনাকে নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞেস করে। বলুন, এটি মানুষের ও হজের সময় নির্ধারণের উপকরণ।’ (সুরা বাকারা: ১৮৯)

নবীজি (স.) নতুন চাঁদ দেখে দোয়া পড়তেন। জিলহজ, রমজান, শাওয়ালসহ আরবি যে কোনো মাসের নতুন চাঁদ দেখে এ দোয়াটি পড়া নবীজির সুন্নত- اللَّهُمَّ أَهِلَّهُ عَلَيْنَا بِالْأَمْنِ وَالْإِيمَانِ وَالسَّلَامَةِ وَالْإِسْلَامِ رَبِّي وَرَبُّكَ اللَّهُ উচ্চারণ: ‘আল্লাহুম্মা আহিল্লাহূ আলায়না বিল আমনি ওয়াল ঈমানি ওয়াসসালামাতি ওয়াল ইসলামি রাব্বী ওয়া রাব্বুকাল্লাহু’। অর্থ: ‘হে আল্লাহ! এ নতুন চাঁদ নিরাপত্তা, ঈমান, শান্তি ও ইসলামের সঙ্গে উদয় করুন। (হে চাঁদ!) আমার রব ও তোমার রব এক আল্লাহ। (সুনানে তিরমিজি: ৩৪৫১)


বিজ্ঞাপন


অন্য বর্ণনায় দোয়াটি এভাবেও বর্ণিত হয়েছে- اللَّهُ أَكْبَرُ اللَّهُمَّ أَهِلَّهُ عَلَيْنَا بِالْأَمْنِ وَالْإِيمَانِ وَالسَّلَامَةِ وَالْإِسْلَامِ وَالتَّوْفِيقِ لِمَا يُحِبُّ رَبُّنَا وَيَرْضَى رَبُّنَا وَرَبُّكَ اللَّهُ উচ্চারণ: ‘আল্লাহু আকবার। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান; ওয়াস সালামাতি ওয়াল ইসলাম; ওয়াত তাওফীকি লিমা ইউহিব্বু রাব্বুনা ওয়া ইয়ারযা। রাব্বানা ওয়া রব্বুকাল্লাহ।’

আরও পড়ুন: যে আমলে জিলহজ মাস শুরু করবেন

অর্থ: ‘আল্লাহ মহান, হে আল্লাহ! এ নতুন চাঁদকে আমাদের নিরাপত্তা, ঈমান, শান্তি ও ইসলামের সঙ্গে উদয় কর। আর তুমি যা ভালোবাস এবং যাতে তুমি সন্তুষ্ট হও, সেটাই আমাদের করার তাওফিক দাও। (হে চাঁদ) আমাদের ও তোমার রব এক আল্লাহ।’ (সুনানে দারেমি: ১৭২৪)

জিলহজের নতুন চাঁদ দেখে নবীজির (স.) অনুসরণে উপরোক্ত দোয়ার যেকোনো একটি আমরাও পড়তে পারি। আল্লাহ আমাদের তাওফিক দিন।


বিজ্ঞাপন


আজ ২৮ মে (বুধবার) বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যেতে পারে। চাঁদ দেখা গেলে ৭ জুন, না দেখলে ৮ জুন ঈদুল আজহা উদযাপিত হবে দেশে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর