সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সৌদিতে চাঁদ দেখার প্রস্তুতি, নির্ধারণ হবে হজ ও ঈদের তারিখ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৭ মে ২০২৫, ০৮:৫৯ পিএম

শেয়ার করুন:

soudi
সৌদি আরবে চাঁদ দেখার প্রস্তুতি। ছবি: সংগৃহীত

১৪৪৬ হিজরির জিলহজ মাসের চাঁদ দেখার প্রস্তুতি চলছে সৌদি আরবে। এই চাঁদ দেখার ওপর নির্ভর করছে পবিত্র হজ এবং ঈদুল আজহার তারিখ নির্ধারণ। জিলহজ মাসের ৯ তারিখে হজ এবং ১০ তারিখে ঈদুল আজহা পালিত হয়।

খালিজ টাইমসের খবরে বলা হয়, সৌদি আরব সরকারের পক্ষ থেকে চাঁদ দেখার সব প্রস্তুতি নেওয়া হয়েছে। জোতির্বিজ্ঞানীরা অপেক্ষা করছেন চাঁদ দেখার।


বিজ্ঞাপন


আজ সৌদি আরবে চাঁদ দেখা গেলে আগামী ৫ জুন বৃহস্পতিবার পবিত্র হজ এবং ৬ জুন শুক্রবার ঈদুল আজহা উদযাপিত হবে।

ইতোমধ্যে সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। দেশটিতে ৬ জুন ঈদুল আজহা পালিত হবে। সে হিসেবে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ৬ জুন ঈদ হওয়ার সম্ভাবনা প্রবল।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, ইন্দোনেশিয়া আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করেছে। দেশটিতে কাল বুধবার ২৮ মে হবে জিলহজ মাসের প্রথমদিন। আর ঈদ হবে ৬ জুন।

আরও পড়ুন

সবার আগে ঈদুল আজহার তারিখ ঘোষণা ইন্দোনেশিয়ার

ইন্দোনেশিয়ায় চাঁদ দেখা গেলেও মালয়েশিয়া ও ব্রুনাইয়ে চাঁদ দেখা যায়নি। ফলে এ দুটি দেশে ঈদুল আজহা উদযাপিত হবে ৭ জুন।

এদিকে সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়ে থাকে। সে হিসেবে আগামী ৭ জুন শনিবার বাংলাদেশে ঈদ পালিত হতে পারে। তবে বিষয়টি চূড়ান্ত হবে আগামীকাল বুধবার (২৮ মে) সন্ধ্যায়। সেদিন বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। সেখানেই ঘোষণা দেওয়া হবে কবে বাংলাদেশে পালিত হবে ঈদুল আজহা।

জেবি

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর