বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ঢাকা

ফেনীতে ইতেকাফ অবস্থায় মৃত্যু

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ২৩ মার্চ ২০২৫, ০৭:০১ পিএম

শেয়ার করুন:

ফেনীতে ইতেকাফ অবস্থায় মৃত্যু
ছবি: সংগৃহীত

ফেনীর দাগনভূঞায় মসজিদে ইতেকাফ অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে এক মুসুল্লির মৃত্যু হয়েছে। ইতেকাফকারী ওই মুসল্লির নাম নূর আলম বাবুল (৫০)। রোববার (২৩ মার্চ) ভোরে উপজেলার মাতুভূঞা ইউনিয়নের বেকেরবাজার কেন্দ্রীয় জামে মসজিদে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নূর আলম বাবুল দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের আশ্রাফপুর গ্রামের সোবহান ডিলার বাড়ির নুর নবীর ছেলে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: ইতেকাফের গুরুত্ব ও ফজিলত

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নূর আলম গত শুক্রবার থেকে ইতেকাফ পালনের উদ্দেশ্য মসজিদে অবস্থান করছিলেন। ভোরে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে। 

বেকেরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা নিজাম উদ্দিন মিয়াজী বলেন, তিনি এতোদিন সুস্থ ছিলেন। কিন্তু ভোর সাড়ে ৫টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে মসজিদে অবস্থানরত অন্য মুসল্লিরা বিষয়টি টের পেয়ে তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। পথিমধ্যে তার মৃত্যু হয়।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর