বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ঢাকা

দেখা গেছে চাঁদ, সৌদিসহ মধ্যপ্রাচ্যে রোজা শুরু শনিবার

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৭ পিএম

শেয়ার করুন:

দেখা গেছে চাঁদ, সৌদিসহ মধ্যপ্রাচ্যে রোজা শুরু শনিবার

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল শনিবার (১ মার্চ) রমজানের প্রথম দিন হবে বলে ঘোষণা দিয়েছে দেশটি। একইসঙ্গে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোতেও একইদিন রোজা শুরু হবে।

হারামাইন শরিফের এক্স হ্যান্ডলে এক পোস্টে বলা হয়, সৌদি আরবের আকাশে চাঁদ দেখা গেছে। ১৪৪৬ হিজরি সনের রমজান মাস আজ রাত থেকে শুরু হবে।


বিজ্ঞাপন


পোস্টে আরও বলা হয়, ‘আল্লাহ আমাদের সিয়াম, কিয়াম ও ইবাদত কবুল করুন এবং এই পবিত্র মাসের মূল্যবান সময়কে তার সন্তুষ্টির জন্য কাজে লাগানোর ক্ষমতা দিন। আমিন।’

প্রথম দেশ হিসেবে রমজানের তারিখ ঘোষণা করে অস্ট্রেলিয়া। এরপর সর্ববৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়া থেকেও একই ঘোষণা আসে।

এদিকে ইন্দোনেশিয়ার প্রতিবেশী ব্রুনাই ও মালয়েশিয়ায় রমজানের চাঁদ দেখা যায়নি। এ কারণে এ দুটি দেশে ২ মার্চ থেকে পবিত্র রমজান শুরু হবে।

মালয়েশিয়ায় সরকারি সংবাদ সংস্থা বার্নামার বরাতে মালয় মেইল জানিয়েছে, মালয়েশিয়ার রাজা, সুলতান ইব্রাহিমের আদেশ এবং শাসকদের সম্মতির ভিত্তিতে ২ মার্চ দেশের সব রাজ্যে রোজার প্রথম দিন নির্ধারণ করা হয়েছে।


বিজ্ঞাপন


ফিলিপাইনও পরবর্তীতে জানায়, তাদের এখানেও আজ রাতে চাঁদ দেখা যায়নি।

অপরদিকে আফ্রিকার দেশ তানজানিয়া, ইথিওপিয়ায় রমজানের চাঁদ দেখা যায়। এছাড়া ফ্রান্সও কাল শনিবার থেকে রমজান শুরুর ঘোষণা দিয়েছে।

সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়। সে হিসেবে আগামীকাল বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যেতে পারে। চাঁদ দেখা গেলে রোববার থেকে বাংলাদেশে রোজা শুরু হবে।

এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর