রমজানের শুরুতে রাজধানীর আল-জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলুম আফতাবনগর মাদরাসা-মসজিদে নফল ইতেকাফ করবেন ভারতের বিশিষ্ট আলেম আওলাদে রাসুল হজরত মাওলানা মাহমুদ আসআদ মাদানী।
আগামী ২ মার্চ (২০২৫) তিনি বাংলাদেশে আগমন করবেন।
বিজ্ঞাপন
সাইয়েদ মাহমুদ আসআদ মাদানী ভারতের দারুল উলুম দেওবন্দ শুরা সদস্য ও জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি। তাঁর দাদা ভারতের প্রখ্যাত আলেম ও ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম নেতা মাওলানা হোসাইন আহমদ মাদানী। তাঁর বাবা মাওলানা আসআদ আল মাদানী ছিলেন ভারতীয় মুসলিমদের অভিভাবক। ভারতের জাতীয় কংগ্রেসের কয়েক বারের রাজ্যসভা সদস্য।
আফতাবনগর মাদরাসার মুফতি মোহাম্মদ আলী জানান, হজরত মাওলানা মাহমুদ মাদানী নিজে ইসলাহি আমল, তালিম ও বয়ান করবেন। দেশের আলেম-উলামা ও সাধারণ মুসল্লিদের ইতেকাফে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।
জেবি