সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হাদিসে বর্ণিত সর্বোত্তম দোয়া

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৪০ পিএম

শেয়ার করুন:

হাদিসে বর্ণিত সর্বোত্তম দোয়া

আল্লাহর কাছে প্রার্থনা করার অনেক দোয়া উম্মতকে শিখিয়েছেন নবীজি (স.)। এর মধ্যে একটি দোয়াকে তিনি সর্বোত্তম বলে উল্লেখ করেছেন। ওই দোয়ায় দুনিয়া ও আখেরাত উভয় জাহানের কল্যাণ প্রার্থনা করা হয়েছে।

দোয়াটি হলো- اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْمُعَافَاةَ فِي الدُّنْيَا وَالآخِرَةِ উচ্চারণ: ‘আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল মুআফাতা ফিদদুনিয়া ওয়াল আখিরাহ।’ অর্থ: ‘হে আল্লাহ আমি তোমার নিকট দুনিয়া ও আখেরাতের নিরাপত্তা কামনা করি।’ হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (স.) বলেছেন, বান্দা যত রকম দোয়া করে তার মধ্যে এ দোয়ার চেয়ে উত্তম কোনো দোয়া নাই। (ইবনু মাজাহ: ৩৮৫১)


বিজ্ঞাপন


আরও পড়ুন
যে দোয়া পড়লে দুনিয়া-আখেরাতে আল্লাহই যথেষ্ট
যে দোয়া পড়লে সবরকম ক্ষতি থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন

একজন মুমিনের জন্য দুনিয়া- আখেরাত উভয় জাহানে কল্যাণ ও নিরাপত্তার চেয়ে উত্তম কিছু নেই। এজন্যই প্রিয়নবীজির জীবনে দেখা যায়, তিনি দুনিয়া-আখেরাতের কল্যাণের দোয়াকেই সর্বাধিক প্রাধান্য দিতেন এবং বেশি বেশি পড়তেন। হজরত আনাস (রা.) বর্ণিত হাদিসে এসেছে, নবী (স.) অধিকাংশ সময়ই এ দোয়া পড়তেন- اللَّهُمَّ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً، وَفِي الآخِرَةِ حَسَنَةً، وَقِنَا عَذَابَ النَّارِ উচ্চারণ: ‘আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদদুনিয়া হাসনাতাওঁ ওয়াফিল আখিরাতে হাসানাহ, ওয়া ক্বিনা আজা-বান না-র।’ অর্থ: ‘হে আমাদের রব! আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দাও এবং আখেরাতেও কল্যাণ দাও এবং আমাদেরকে জাহান্নামের অগ্নি থেকে রক্ষা কর।’ (সহিহ বুখারি: ৬৩৮৯)

আল্লাহ তাআলা আমাদেরকে উল্লেখিত দোয়াগুলো বেশি বেশি পড়ার তাওফিক দান করুন। আমিন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর