শনিবার, ২২ মার্চ, ২০২৫, ঢাকা

ঈদুল ফিতর ২০২৫

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:০০ পিএম

শেয়ার করুন:

loading/img

ইসলামিক ফাউন্ডেশনের তথ্যমতে, বাংলাদেশে ১৪৪৬ হিজরি বা ২০২৫ সালের রমজান শুরু হবে আগামী ১ বা ২ মার্চ। আর সম্ভাব্য ঈদুল ফিতরের তারিখ ধরা হয়েছে ৩১ মার্চ বা ১ এপ্রিল।

মধ্যপ্রাচ্যে আগামী ১ মার্চ পবিত্র রমজান শুরু হতে পারে বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদ্যা কেন্দ্র। আর ঈদুল ফিতরের ব্যাপারে জ্যোতির্বিদ ইব্রাহিম আল জারওয়ান বলেন, রমজান ২৯ দিনে শেষ হলে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদুল ফিতর পালিত হবে ৩০ মার্চ। তবে যদি রমজান ৩০ দিনে হয়, তাহলে ঈদ হবে ৩১ মার্চ।


বিজ্ঞাপন


বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পরেই রোজা কিংবা ঈদ শুরু হয়। সেই হিসেবে বাংলাদেশে রোজা শুরু হতে পারে ২ মার্চ, আর ঈদুল ফিতরের দিন হতে পারে ৩১ মার্চ বা ১ এপ্রিল। সেই ইঙ্গিতই লক্ষ্য করা গেছে ইসলামিক ফাউন্ডেশনের সেহরি-ইফতারের সময়সূচিতে। তারা ২ মার্চকে সম্ভাবনার দিক থেকে এগিয়ে রেখেই সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে।

আরও পড়ুন: বাংলাদেশে ২০২৫ সালের রোজা শুরুর সম্ভাব্য তারিখ

তবে, সবকিছুই নির্ভর করছে চাঁদ দেখার ওপর। বাংলাদেশের আকাশে রমজানের চাঁদ ফেব্রুয়ারির শেষ দিন দেখা গেলে রোজা শুরু হবে ১ মার্চ। তখন ঈদ হতে পারে ৩০ বা ৩১ মার্চ। আর রোজার চাঁদ যদি মার্চের ১ তারিখ দেখা যায়, তাহলে রমজান শুরু হবে পরের দিন তথা ২ মার্চ। তখন ঈদ হবে ৩১ মার্চ বা ১ এপ্রিল। 

এদিকে শাবানের চাঁদ দেখা সাপেক্ষে বাংলাদেশে শবে বরাতের তারিখ নির্ধারিত হয়েছে। ২০২৫ সালের শবে বরাত ১৪ ফেব্রুয়ারি দিবাগত রাত। এ বছর রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি জানতে এই লিংকে ক্লিক করুন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর