রোববার, ২৩ মার্চ, ২০২৫, ঢাকা

রোজার সময়সূচি ২০২৫

ধর্ম ডেস্ক
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৪২ পিএম

শেয়ার করুন:

loading/img

১৪৪৬ হিজরি শাবান মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১ বা ২ মার্চ ২০২৫ সালের রমজান শুরু হবে। সেই তারিখ ধরে সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

সেহরির শেষ সময় সতর্কতামূলকভাবে সুবহে সাদিকের ৩ মিনিট আগে ধরা হয়েছে এবং ফজরের ওয়াক্ত শুরুর সময় সুবহে সাদিকের ৩ মিনিট পরে রাখা হয়েছে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: একজন মুমিনের রমজান পরিকল্পনা

ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ২ মার্চ প্রথম রমজানে ঢাকায় সেহরির শেষ সময় ভোররাত ৫টা ৪ মিনিটে ও ইফতারির সময় ৬টা ২ মিনিটে।

sehri_and_ifter_time_dhakamail

তবে দূরত্ব অনুযায়ী ঢাকার সময়ের সঙ্গে সর্বোচ্চ ৯ মিনিট যোগ বিয়োগ করে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ সেহরি ও ইফতার করবেন।


বিজ্ঞাপন


ইসলামিক ফাউন্ডেশন বলছে, সতর্কতামূলকভাবে সেহরি শেষ হওয়ার ৬ মিনিট পর ফজরের আজান দিতে হবে। সূর্যাস্তের পর সতর্কতামূলকভাবে ৩ মিনিট বাড়িয়ে ইফতারের সময় নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: শাবান মাসে যেসব আমল বাড়িয়ে দিতেন নবীজি

দেশের অন্যান্য বিভাগ ও জেলার সেহরি ও ইফতারের সময়সূচি ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয় থেকে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ফাউন্ডেশনের দ্বিনী দাওয়াত বিভাগের কর্মকর্তারা।

উল্লেখ্য, ১৪ ফেব্রুয়ারি দিবাগত রাতে ২০২৫ সালের পবিত্র শবে বরাত পালিত হবে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর